সোমবার থেকেই কমলো ওষুধের দাম। কোনও কোনও ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ, কোথাও ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ হারে কমেছে দাম। অনেক ক্ষেত্রেই যারা গোটা মাসের ওষুধ কেনেন একসঙ্গে, তাঁরা বড় অঙ্কের সুবিধা পাচ্ছেন। এতে খুশি হয়েছেন ক্রেতারা। তবে অনেকেই আবার জিএসটির কমলেও মধ্যবিত্তের বিশেষ কিছু লাভ হবে না দাবি করেছেন। কারণ ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়ে চলেছেন নিত্য নৈমিত্তিক হারে।
advertisement
আরও পড়ুনঃ মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা
বর্তমানে GST-র আওতায় চারটি কর কাঠামো বা ট্যাক্স স্ল্যাব রয়েছে: ১) ৫% GST হারের স্ল্যাব, ২) ১২% GST হারের স্ল্যাব, ৩) ১৮% GST হারের স্ল্যাব এবং ৪) ২৮% GST হারের স্ল্যাব। আজ, সোমবার থেকেই এই নতুন হারে জিএসটি চালু হয়েছে। দুধ, দই এবং পনির—নতুন জিএসটি কাঠামো অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাটারমিল্ক, শাকসবজি, ফলমূল, রুটি, প্যাকেটজাত খাদ্যশস্য।