এই প্রসঙ্গে মিনিস্ট্রি অফ কো-অপারেটিভসের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, এই সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির বৈধ আমানতকারীরা আইনসম্মত ভাবে ক্লেম জমা দিতে পারবেন। আর এই চারটি কো-অপারেটিভ সোসাইটি হল – সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ন ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
advertisement
এমনকী সোমবার ট্যুইট করে অমিত শাহ জানান, “যাঁদের টাকা সাহারার কো-অপারেটিভ সোসাইটিতে বহু বছর ধরে আটকে রয়েছে, তাঁদের জন্য কাল এক বিশেষ দিন। বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার লক্ষ্য পূরণের পথে এগোচ্ছে মোদি সরকার। আর এই কারণেই সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের অধীনে মিনিস্ট্রি অফ কো-অপারেটিভসের এই অঙ্গীকার বহু মানুষকে স্বস্তি দিয়েছে। কারণ তাঁরা এতদিন নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে রোজগার করা টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন।”
সাহারা রিফান্ড পোর্টাল কী?
যাঁরা এক সময় সাহারা স্কিমে বিনিয়োগ করেছিলেন, অথচ মেয়াদপূর্তির পরেও টাকা ফেরত পাননি, তাঁদের জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারা রিফান্ড পোর্টালটি চালু করা হয়েছে। সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়ে জানিয়েছিল যে, ডিসেম্বরের আগেই বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে। সাহারা গ্রুপের বিনিয়োগকারীরা বেশিরভাগই মধ্য ও নিম্ন আয়বর্গের মানুষ। মূলত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব এবং মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দাই এখানে বিনিয়োগ করেছেন। সাহারার বিনিয়োগকারীরা কীভাবে নিজেদের অর্থ ফেরত পাবেন, সেই প্রক্রিয়া সম্পর্কে এই পোর্টালে সম্পূর্ণ তথ্য পাবেন।
প্রসঙ্গত সাহারা বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে গত ২৯ মার্চ, ২০২৩ তারিখে সমবায় মন্ত্রকের তরফে একটি আবেদন করা হয়েছিল। এর পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় রেজিস্ট্রারকে সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার কোটি টাকা স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল। তার পরেই অর্থ ফেরত দেওয়ার জন্য এই পোর্টালটি চালু করা হয়েছে।
কীভাবে টাকা ক্লেম করা যাবে?
সাহারা গ্রুপের কোন কো-অপারেটিভ সোসাইটিতে টাকা বিনিয়োগ করেছেন, সবার আগে তা খুঁজে বার করতে হবে বিনিয়োগকারীদের। এর পর এই সংক্রান্ত কাগজপত্র জমা করতে হবে। তবে এতে সাহারা এজেন্টের ভূমিকা কী হবে, তা পোর্টাল থেকেই জানা যাবে।