উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (Utkarsh Small Finance Bank) এই এফডি রেট ৩ জুলাই থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৯০ দিনের এফডিতে ৪ শতাংশ এবং ৪৫ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪.৫ শতাংশ সুদ ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে ৬.৫০ শতাংশ সুদ মিলবে ৷ আর এক বছর থেকে ৬৯৯ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷
advertisement
এই ব্যাঙ্কের ৭০০ দিনের এফডি-তে মিলবে সবচেয়ে বেশি সুদ অর্থাৎ ৮ শতাংশ ৷ এছাড়া ৭০১ দিন থেকে ৩৬৫২ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা যে কোনও এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন ৷
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Suryoday Small Finance Bank) নতুন রেট ১ মে ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৪ শতাংশ ও ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে ৫ শতাংশ সুদ মিলবে ৷ ৯১ দিন থেকে ৬ মাসের এফডি-তে মিলবে ৫.৫ শতাংশ ও ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷ ৯ মাস ১ দিন থেকে ১ বছর ১ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে মিলবে ৭.২৫ শতাংশ এবং ২ থেকে ৩ বছরের এফডিতে মিলবে ৭.৫০ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম এফডিতে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ ৫ বছরের এফডিতে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ শতাংশ সুদ মিলবে ৷ ৫থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৭.২৫ শতাংশ সুদ ৷
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (North East Small Finance Bank) নতুন সুদের হার ১ জুন ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি করাতে পারবেন ৷ ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে পাবেন ৪ শতাংশ সুদ ৷ ৪৫ থেকে ৯০ দিনের জন্য পাবেন ৪.২৫ শতাংশ এবং ৯১ থেকে ১৮০ দনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫ শতাংশ সুদের হার ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে পাবেন ৫.৫ শতাংশ সুদ ৷ ৩৬৫ দিন থেকে ৭২৯ দিনের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদ মিলবে ৷ সবচেয়ে বেশি সুদ ৭৩০ দিন থেকে ১০৯৫ দিনের এফডি-তে মিলবে অর্থাৎ ৮ শতাংশ ৷ ১০৯৬ থেকে ১৮২৫ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১৮২৬ দিন থেকে ৩৬৫০ দিনের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷