TRENDING:

এখানে FD করালে মিলবে সবচেয়ে বেশি ৯% সুদ, শীঘ্রই দ্বিগুণ হবে আপনার টাকা

Last Updated:

এই ব্যাঙ্কের ৭০০ দিনের এফডি-তে মিলবে সবচেয়ে বেশি সুদ অর্থাৎ ৮ শতাংশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:সম্প্রতি সব ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে ৷ কিন্তু এর পরও বেশি কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮ থেকে ৯ শতাংশ সুদের হার দিচ্ছে ৷ প্রবীণ নাগরিকরা এর উপর ০.৫০ শতাংশ অতিরিক্ত লাভ পাচ্ছেন ৷ স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের তুলনায় স্মল সেভিংস ব্যাঙ্কের এফডি রেট বেশি আকর্ষণীয় ৷ আপনি এফডি-তে বেশি লাভ করতে চান ? তাহলে এখানে এফডি করাতে পারেন ৷
advertisement

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের (Utkarsh Small Finance Bank) এই এফডি রেট ৩ জুলাই থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৯০ দিনের এফডিতে ৪ শতাংশ এবং ৪৫ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৪.৫ শতাংশ সুদ ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে ৬.৫০ শতাংশ সুদ মিলবে ৷ আর এক বছর থেকে ৬৯৯ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷

advertisement

এই ব্যাঙ্কের ৭০০ দিনের এফডি-তে মিলবে সবচেয়ে বেশি সুদ অর্থাৎ ৮ শতাংশ ৷ এছাড়া ৭০১ দিন থেকে ৩৬৫২ দিনের এফডি-তে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা যে কোনও এফডি-তে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন ৷

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Suryoday Small Finance Bank) নতুন রেট ১ মে ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে ৪ শতাংশ ও ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে ৫ শতাংশ সুদ মিলবে ৷ ৯১ দিন থেকে ৬ মাসের এফডি-তে মিলবে ৫.৫ শতাংশ ও ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷ ৯ মাস ১ দিন থেকে ১ বছর ১ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে মিলবে ৭.২৫ শতাংশ এবং ২ থেকে ৩ বছরের এফডিতে মিলবে ৭.৫০ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম এফডিতে মিলবে ৭.৭৫ শতাংশ সুদ ৷ ৫ বছরের এফডিতে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ শতাংশ সুদ মিলবে ৷ ৫থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৭.২৫ শতাংশ সুদ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (North East Small Finance Bank) নতুন সুদের হার ১ জুন ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি করাতে পারবেন ৷ ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে পাবেন ৪ শতাংশ সুদ ৷ ৪৫ থেকে ৯০ দিনের জন্য পাবেন ৪.২৫ শতাংশ এবং ৯১ থেকে ১৮০ দনের এফডি-তে পেয়ে যাবেন ৪.৫ শতাংশ সুদের হার ৷ ১৮১ দিন থেকে ৩৬৪ দিনের এফডি-তে পাবেন ৫.৫ শতাংশ সুদ ৷ ৩৬৫ দিন থেকে ৭২৯ দিনের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদ মিলবে ৷ সবচেয়ে বেশি সুদ ৭৩০ দিন থেকে ১০৯৫ দিনের এফডি-তে মিলবে অর্থাৎ ৮ শতাংশ ৷ ১০৯৬ থেকে ১৮২৫ দিনের এফডি-তে মিলবে ৭ শতাংশ সুদ ৷ ১৮২৬ দিন থেকে ৩৬৫০ দিনের এফডি-তে মিলবে ৬.৫০ শতাংশ সুদ ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে FD করালে মিলবে সবচেয়ে বেশি ৯% সুদ, শীঘ্রই দ্বিগুণ হবে আপনার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল