ICICI Bank HPCL Super Saver Credit Card:
আইসিআইসিআই-এর এই ক্রেডিট কার্ড ফুয়েল সেভার কার্ড হিসেবে দারুণভাবে পরিচিত ৷ হিন্দুস্তান পেট্রোলিয়াম, অর্থাৎ এইচপিসিএল-এর পেট্রোল পাম্পে তেল কেনার সময় এই কার্ড ব্যবহার করলে বিলে সারচার্জ ছাড়-সহ ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায় ৷
BPCL SBI Card Co-branded RuPay Contactless Credit Card:
advertisement
ফুয়েল সারচার্জের টাকা বাঁচাতে হলে এই ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করতে পারেন ৷ বিপিসিএল পেট্রোল পাম্পে প্রত্যেক ১০০ টাকা খরচে ১৩X রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় অর্থাৎ ৪.২৩ শতাংশ পর্যন্ত ভ্যালুব্যাকের সুবিধা পাওয়া যায় ৷ সঙ্গে ১ শতাংশ সারচার্জ ছাড়ও রয়েছে ৷
IndianOil CitiBank Platinum Credit Card:
ইন্ডিয়ান অয়েল সিটি ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি এক বছরে ৭১ লিটার পর্যন্ত পেট্রোল-ডিজেল ফ্রি-তেই পেতে পারেন ৷ ফুয়েল কেনার জন্য এই ক্রেডিট কার্ড খুবই লাভজনক ৷ ইন্ডিয়ান অয়েলের পাম্পগুলিতে এই কার্ডের মাধ্যমে প্রতি ১৫০ টাকা খরচ করলে ৪ টার্বো পয়েন্ট পাওয়া যায় ৷ এই ফুয়েল পয়েন্টগুলিকে রিডিম করে গ্রাহক বছরে ৭১ লিটার পর্যন্ত ফুয়েল বিনামূল্যেই পেতে পারেন ৷
IndianOil HDFC Bank Credit Card:
এইচডিএফসি ব্যাঙ্কের এই কার্ড ব্যবহার করে বছরে ৫০ লিটার পর্যন্ত পেট্রোল-ডিজেল পেতে পারেন আপনি ৷ এখানেও থাকছে ফুয়েল পয়েন্টসের সুবিধা ৷
এ ছাড়া BPCL SBI Card OCTANE, Super Value Titanium Credit Card, Uni Carbon Credit Card এবং IndianOil Axis Bank Credit Card গুলিতেও পেট্রোল-ডিজেলের উপর দারুণ অফার থাকে ৷