আইটিআর ফাইলিং:
এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছরই ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আরকর রিটার্ন দাখিল করতে হয়। সেক্ষেত্রে যদি কেউ বিলম্ব করেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই কাজ এগিয়ে রাখলেই ভাল হয়।
অগ্রিম কর দাখিল:
সংশোধিত আয়কর আইন অনুসারে করদাতাকে বছরে ১০ হাজার টাকার বেশি কর দিতে হলে তিনি চারটি কিস্তিতে অগ্রিম কর দিতে বাধ্য।
advertisement
আরও পড়ুন: এখনও করাননি PAN-আধার লিঙ্ক? দেখে নিন কী কী সমস্যায় পড়বেন আপনি!
আধার PAN লিঙ্ক করার সময়সীমা:
আধার কার্ডের সঙ্গে PAN কার্ড লিঙ্ক করার সময়সীমা ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে। সরকার আধারের সঙ্গে PAN লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে PAN ও আধার লিঙ্ক করা না হলে ১ এপ্রিল ২০২৩ থেকে PAN নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনও রকম আর্থিক লেনদেন করা যাবে না।
আরও পড়ুন: ৪০ হাজারের চাকরি ছেড়ে কুলের চাষ করে লক্ষাধিক টাকা লাভ করছেন মধ্যপ্রদেশের যুবক!
পিপিএফ এবং এনপিএস অ্যাকাউন্ট সক্রিয় রাখা :
পিপিএফ বা এনপিএস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়া এড়া প্রতি বছর ন্যূনতম ৫০০ টাকা জমা করতে হয়। সেক্ষেত্রে আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যেই এই টাকা জমা করে দিতে হবে।
দীর্ঘমেয়াদী মূলধন লাভ:
আয়কর আইনের ১১২এ ধারা অনুসারে, ইক্যুইটি শেয়ারে দীর্ঘমেয়াদী মূলধন লাভে ১ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ছাড় পাওযা যেতে পারে। ব্যালান্সের উপর ১০ শতাংশ কর ছাড় মিলতে পারে৷ ৩১ মার্চের আগে এবিষয়ে কাজ সেরে রাখতে হবে।
আর দেরি না করে তাই এই সব কাজে হাত দিয়ে ফেলাই ভাল!