TRENDING:

বৃহস্পতিবার থেকেই মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন !

Last Updated:

স্মার্টফোন মাত্র ২৫১ টাকায় ! হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি ৷ বিশ্বের সবচেয়ে কমদামি স্মার্টফোন বানিয়ে চমকে দিয়েছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা রিংগিং বেলস ৷ স্মার্টফোনটির দাম অনুয়ায়ী নাম রাখা হয়েছে ‘ ফ্রিডাম ২৫১’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  স্মার্টফোন মাত্র ২৫১ টাকায় ! হ্যাঁ শুনতে অবাক লাগলেও সত্যি ৷ বিশ্বের সবচেয়ে কমদামি স্মার্টফোন বানিয়ে চমকে দিয়েছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা সংস্থা ‘রিংগিং বেলস’ ৷ স্মার্টফোনটির দাম অনুয়ায়ী নাম রাখা হয়েছে ‘ ফ্রিডাম ২৫১’ ৷ ১৮ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকেই সংস্থার ওয়েবসাইট freedom251.com- এ কিনতে পাওয়া যাবে এই ফোনটি ৷ প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে বাস্তবায়িত করতেই এই স্মার্টফোন ৷ কী কী ফিচারস রয়েছে এই স্মার্টফোনে, একবার দেখে নেওয়া যাক ৷
advertisement

১. ৪ ইঞ্চির qHD ডিসপ্লে ৯৬০x৫৪০ রেসোলিউশন বিশিষ্ট ফোন

২. ১.৩GHz কোয়াড কোর প্রসেসর

৩. অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম

৪. ১জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ

৫. স্মার্টফোনটিতে রয়েছে ৩.২ এমপি রেয়ার এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও

advertisement

৬. হ্যান্ডসেটটিতে থাকছে ৩জি সাপোর্টযুক্ত সিমলেস ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৭. অন্যান্য ফোনের মতো এক বছরের ওয়ারেন্টিও থাকছে ৷ সারা দেশে ৬৫০ সার্ভিস সেন্টারও রয়েছে সংস্থার ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বৃহস্পতিবার থেকেই মাত্র ২৫১ টাকায় স্মার্টফোন !