বর্তমানে জোম্যাটো (Zomato), সুইগির (Swiggy) মতো অ্যাপগুলি টিসিএস বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স হিসেবে নথিভুক্ত রয়েছে৷ অর্থাৎ উৎসেই নির্দিষ্ট পরিমাণ কর তাদের থেকে কেটে নেওয়া হয়৷ রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছেন, নতুন কোনও কর গ্রাহকদের উপরে চাপানো হচ্ছে না৷ শুধুমাত্র কর আদায়ের উৎসে পরিবর্তন করা হচ্ছে৷
আরও পড়ুন: ৮০ শতাংশ সরকারি সাহায্য! মাত্র ২ লক্ষ টাকাতে প্রতি মাসে ভাল টাকা রোজগারের সুবর্ণ সুযোগ
advertisement
রাজস্ব সচিব বলেন, 'ধরা যাক কেউ এই অ্যাপগুলির মাধ্যমে কোনও রেস্তোরাঁ থেকে খাবারের অর্ডার দিলেন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট রেস্তোরাঁ জিএসটি দিচ্ছিল না৷ এবার থেকে যখনই কোনও ক্রেতা এই অ্যাপ ব্যবহার করে খাবারের অর্ডার দেবেন, তখন এই অ্যাপগুলি তাদের থেকে জিএসটি নিয়ে নেবে৷ রেস্তোরাঁর বদলে তারাই কর্তৃপক্ষের কাছে জিএসটি সংগ্রহ করে জমা দেবে৷' রেস্তোরাঁগুলির কর ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজস্ব সচিব৷ তাঁর আরও দাবি, ক্রেতাদের উপরে নতুন কোনও কর চাপানো হচ্ছে না৷
এর পাশাপাশি এ দিন জিএসটি কাউন্সিলের বৈঠকে এখনই পেট্রোল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় আনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ বেশ কিছু ওষুধে জিএসটি ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এ দিনের বৈঠকেও বহাল রাখা হয়েছে৷