কারা পাবে এই যোজনার টাকা -
আপনি যদি PM Kisan স্কিমে রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তাহলে অবশ্যই চেক করে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম রয়েছে কিনা ৷
লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম-
১. প্রথমে https://pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷
২. এর হোম পেজে Farmers Corner এর অপশন দেখা যাবে ৷
advertisement
৩. Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List-এর অপশনে ক্লিক করতে হবে ৷
৪. ড্রপ ডাউন লিস্টে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে ৷
৫. এরপর Get Report-এ ক্লিক করতে হবে ৷ পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে আপনি আপনার নাম চেক করতে পারবেন ৷
ওয়েবসাইটে রাইট সাইডে ফার্মাস কর্নারে (Farmers Corner) ক্লিক করতে হবে ৷ Beneficiary Status অপশনে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷ এরপর পুরো স্টেটাস পেয়ে যাবেন ৷
পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বাড়িতে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন ৷ এর জন্য জমির কাগজপত্র, আধার নম্বর, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকা জরুরি ৷ পিএম কিষাণের ওয়েবসাইটে- pmkisan.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷