৪৫ সেকেন্ডের এই ভিডিওটি বান্দিপুর টাইগার রিজার্ভের (Bandipur Tiger Reserve) অফিসিয়াল Twitter হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। কাদায় পড়া হাতিটি মহিলা হাতি ছিল বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, হাতিটি কাদামাটি থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। কারণ, হাতিটি চারটি পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছিল না। পুরো বিষয়টি পর্যালোচনা করে, বন দফতরের আধিকারিকরা একটি মাটি খননকারী শক্তিশালী জেসিবি মেশিন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। শেষমেষ জেসিবির সাহায্যে হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়।
advertisement
ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর (Indian Forest Service) আধিকারিক রমেশ পান্ডেও(Ramesh Pandey) শেয়ার করেছেন, যিনি ক্যাপশনে লিখেছেন, "কখনও কখনও কাদা-জলের মাঠে হেভিওয়েট হাতির নেওয়া ভুল পজিশন হাতিটিকে অসহায় করে তুলতে পারে।" এছাড়াও তিনি, নিরীহ প্রাণীটিকে সময়মতো সহায়তা প্রদান করার জন্য বান্দিপুর টাইগার রিজার্ভের বন দলকে অভিনন্দন জানিয়েছেন। কারণ হাতিটি ক্লান্ত হয়ে পড়েছিল। তড়িঘড়ি সাহায্য না পেলে খারাপ কিছু ঘটার সম্ভাবনা ছিল।
ভিডিও ক্লিপটি এখনও পর্যন্ত প্রায় ৭৮,০০০ এর বেশি বার দেখা হয়েছে এবং Twitter-এ এই ভিডিওকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়াও লক্ষ্য করা গিয়েছে। কেউ কেউ উদ্ধারকারী দলের প্রশংসা করছেন, আবার কেউ কেউ নিরীহ প্রাণীটিকে সঙ্কটে পড়তে দেখে চিন্তিত হয়েছেন। একজন ব্যবহারকারী বন বিভাগের কর্মকর্তাদের আসার আগের ভিডিও শেয়ার করেন। যেখানে হাতিটিকে তাঁর নিজের বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যেতে দেখা গিয়েছে।