TRENDING:

মধ্যবিত্তের পকেটে ফের চাপ! সরষের তেলের দাম শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

বুধবার রাতে শিকাগো এক্সচেঞ্জে তিন শতাংশ উর্ধ্বগতিতে বন্ধ হয়েছে। এমনকী এখনও তা ১.২৫ শতাংশ বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিদেশি বাজারের উর্ধ্বমুখী প্রবণতা এবং মান্ডিগুলিতে কম সরবরাহের মতো পরিস্থিতির জেরে দিল্লির তৈলবীজ বাজারে বুধবার সরষের তেল, তৈলবীজ এবং তুলো বীজ তেলের দাম বেড়ে গিয়েছে। যেখানে চিনাবাদাম, সয়াবিন তেলের তৈলবীজ, সিপিও এবং পামোলিন তেলের দর আগের স্তরেই বন্ধ হয়েছে। সূত্রের খবর, বুধবার মালয়েশিয়া এবং শিকাগো এক্সচেঞ্জে যে বাণিজ্য হয়েছে, তাতে মালয়েশিয়া এক্সচেঞ্জে অর্ধ শতাংশ উর্ধ্বগতি দেখা গিয়েছে। বুধবার রাতে শিকাগো এক্সচেঞ্জে তিন শতাংশ উর্ধ্বগতিতে বন্ধ হয়েছে। তা আবার ১.২৫ শতাংশ বেড়েছে।
advertisement

ভোজ্য তেলের অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর জন্য সরকার বছরে ২০ লক্ষ টন আমদানি শুল্ক-মুক্ত করার পর বাজারে সরবরাহ স্বল্পতার সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব পড়েছে বাকি তেল ও তৈলবীজের দামের উপর। সরকারের এই সিদ্ধান্তে কৃষক, তেল শিল্প বা উপভোক্তা - কেউই উপকৃত হচ্ছেন না। তাই অবিলম্বে নিজেদের কোটা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত সরকারের।

advertisement

আরও পড়ুন: সুদের হারে বিপুল বৃদ্ধি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে! সাধারণ নাগরিক পাবেন সর্বোচ্চ ৬.১%

সূত্র জানাচ্ছে যে, আমদানি করা সিপিও এবং পামোলিন তেল বন্দরে পৌঁছতে প্রায় ১০-১৫ দিন সময় লেগে যায়। আবার সয়াবিন এবং সূর্যমুখীর মতো হালকা তেল আমদানিতে দেড় থেকে দুই মাস সময় লেগে যায় বলে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

advertisement

সূত্রের খবর, তেল শিল্পের শীর্ষস্থানীয় সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) শুধুমাত্র সিপিও, পামোলিন তেলের আমদানি শুল্ক বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তবে সূর্যমুখী এবং সয়াবিন তেলের কথা উল্লেখ করাও উচিত ছিল সংস্থাটির। সরকারের কাছে ওই সূত্রটির দাবি, এই সব তেল আমদানির ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। সেই সঙ্গে এই সব তেলের উপর ১০-১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করতে হবে। আসলে প্রতি লিটার সূর্যমুখী তেল ৩০-৪০ টাকা বেশি দামে পাচ্ছেন গ্রাহকরা। এই পদক্ষেপের জেরে এই দর অনেকটাই সস্তা হবে এবং রাজস্বও পাবে সরকার। শুধু তা-ই নয়, কৃষকদের পাশাপাশি তেল শিল্পও লাভবান হবে।

advertisement

সূত্র আরও জানিয়েছে যে, দীপাবলি উপলক্ষে গুজরাতের বাজার প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল। ফলে কোনও রকম কেনাকাটা হয়নি। যার জেরে চিনাবাদাম তেলের দাম আগের স্তরেই রয়ে গিয়েছে। এ-ছাড়াও বাজারে স্বল্প সরবরাহ এবং স্বল্প চাহিদার মধ্যে চিনাবাদাম, সয়াবিন তেলের বীজ, সিপিও এবং পামোলিন তেলের দাম আগের স্তরেই রয়ে গিয়েছে। সরবরাহ কম থাকায় তুলা বীজ তেলের পাশাপাশি সরিষার তেলের দামও বেড়েছে।

advertisement

আরও পড়ুন: পুরুষদের যৌনতার আকাঙ্‍ক্ষার চেয়েও বেশি প্রিয় এই ৫ বিষয়

বুধবারের হিসেবে তৈলবীজের দাম নিম্নোক্ত:

  • সরষের তৈলবীজ প্রতি কুইন্টাল ৭১৩৫ - ৭১৬০ টাকা (৪২ শতাংশ শর্ত মূল্য)।
  • চিনাবাদাম তৈলবীজ প্রতি কুইন্টাল ৬৮৭০ - ৬৯৩৫ টাকা।
  • চিনাবাদম তেল মিল ডেলিভারি (গুজরাত) প্রতি কুইন্টাল ১৬,০০০ টাকা।
  • চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন ২৫৬০ - ২৮২০ টাকা।
  • সরষের তেল দাদরি প্রতি কুইন্টাল ১৪৮৫০ টাকা।
  • সরষে পাক্কি ঘানি প্রতি টিন ২২৭০ - ২৪০০ টাকা।
  • সরষে কাচ্চি ঘানি প্রতি টিন ২৩৪০ - ২৪৫৫ টাকা।
  • তিলের তেল মিল ডেলিভারি প্রতি কুইন্টাল ১৮৮০০ - ২০৫০০ টাকা।
  • সয়াবিন অয়েল মিল ডেলিভারি দিল্লি প্রতি কুইন্টাল ১৪৪০০ টাকা।
  • সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর প্রতি কুইন্টাল ১৪১৫০ টাকা।
  • সয়াবিন তেল ডীগম, কান্ডলা প্রতি কুইন্টাল ১২৭০০ টাকা।
  • সিপিও এক্স কান্ডলা প্রতি কুইন্টাল ৯১২০ টাকা।
  • তুলা বীজ মিল ডেলিভারি (হরিয়ানা) প্রতি কুইন্টাল ১৩২৫০ টাকা।
  • পামোলিন আরবিডি, দিল্লি প্রতি কুইন্টাল ১০৭৫০ টাকা।
  • পামোলিন এক্স কান্ডলা প্রতি কুইন্টাল ৯৮২০ টাকা (জিএসটি ছাড়া)।
  • সয়াবিন দানা প্রতি কুইন্টালে ৫৩১০ - ৫৩৬০ টাকা।
  • সয়াবিন লুজ কুইন্টাল প্রতি ৫১১০ - ৫১৬০ টাকা।
  • ভুট্টার খল (সরিসকা) প্রতি কুইন্টাল ৪০১০ টাকা।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মধ্যবিত্তের পকেটে ফের চাপ! সরষের তেলের দাম শুনলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল