৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আলোচনা হতে পারে ৷ এর আগে ২৬ জুন ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে অর্থ মন্ত্রক ও JCM এর আধিকারিকদের বৈঠকর হয় যেখানে সেপ্টেম্বরে ডিএ দেওয়ার বিষয়ে পর্যালোচনা হয় ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ-র তিনটি কিস্তি বাকি রয়েছে ৷ করোনা মহামারির জেরে কেন্দ্র সরকারের তরফে ডিএ ফ্রিজ করে রাখা হয়েছিল ৷ পাশাপাশি আটকে রাখা হয়েছিল পেনশনভোগীদের ডিআর ৷ কেন্দ্রীয় কর্মীদের ও পেনশনভোগীদের ১ জনুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ এর ডিএ ও ডিআর পেন্ডিং রয়েছে ৷
সপ্তম পে কমিশন অনুযায়ী, যদি কোনও ব্যক্তির বেসিক স্যালারি ২০,০০০ টাকা হয় তাহলে মাসে ডিএ ২০,০০০ টাকার ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে ৷ এই হিসেব অনুযায়ী, মাসে ডিএ বাড়তে চলেছে ১১ শতাংশ অর্থাৎ ২২০০ টাকা ৷ সপ্তম পে কমিশন অনুযায়ী, বেসিক স্যালারি উপর এই ভাবে হিসেব করে কর্মীরা দেখে নিতে পারবেন তাঁদের কত টাকা বেতন বাড়তে চলেছে ৷
JCM এর শিব গোপাল মিশ্র জানিয়েছেন, ক্লাস ১ আধিকারিকদের ডিএ ১১,৮৮০ টাকা থেকে ৩৭৫৫৪ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ তিনি আরও জানিয়েছেন, লেভেল ১৩ অথার্ৎ সপ্তম CPC বেতন ১,২৩,১০০ টাতা থেকে ২,১৫,৯০০ টাকা বা লেভেল ১৪ এর বেতন হিসেব করা হয় তাহলে কেন্দ্র সরকারের একজন কর্মচারীর ডিএ বকেয়া ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকার মধ্যে হবে ৷
