TRENDING:

প্রভিডেন্ট ফান্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের শেষ দিন কবে ? জেনে নিন

Last Updated:

এর মধ্যে এই কাজটি না করে ফেললে পিএফ-এ কর্মীদের নিজেদের অংশের টাকা ঢুকবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রভিডেন্ট ফান্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের শেষ দিনটি পিছিয়ে দেওয়া হল। ৩১ অগস্ট পর্যন্ত এই কাজের জন্য সময় পাওয়া যাবে। অর্থাৎ প্রফিডেন্ট ফান্ডের আওতাধীন কর্মীরা এখনও দেড় মাস সময় পাবেন। এর মধ্যে এই কাজটি না করে ফেললে পিএফ-এ কর্মীদের নিজেদের অংশের টাকা ঢুকবে না।
advertisement

পিএফ দফতর সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে পিএফ আধার যুক্ত না হলে কর্মীদের বেতন থেকে পিএফ বাবদ যে টাকা কাটা হয় তা জমা থাকবে সংশ্লিষ্ট সংস্থার কাছেই। ফলে সেই মূলধনের জন্য বরাদ্দ সুদ তিনি ততদিন পাবেন না যতদিন না আধার সংযুক্তিকরণ পর্ব মিটছে।

শুধু তাই নয়, সংযুক্তিকরণ নাহলে পিএফ থেকে আগাম টাকা তোলা এমনকি ইস্তফা দেওয়া বা অবসর গ্রহণের পরও টাকা তোলা যাবে না।

advertisement

যদিও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবেন না কর্মীরা। সে ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার কাছেই তার টাকা রাখা থাকবে। সংযুক্তিকরণ হয়ে গেলে, ওই টাকার সঙ্গে হিসেব করে সুদ করে দেবে পিএফ দফতর।

উল্লেখ্য রাজ্যেরও অন্তত চার লক্ষ প্রভিডেন্ট ফান্ড সদস্য এখনো পিএফ ধার্য করেননি। এর মধ্যে কলকাতা মুর্শিদাবাদ জলপাইগুড়ি জেলার স্থান সব থেকে শীর্ষে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বলাই বাহুল্য, পেনশন তহবিলের কেন্দ্র মূলধনের ওপর ১.১৬ শতাংশ ভর্তুকি দেয়। সেই ভর্তুকির টাকা বন্ধ থাকবে যতদিন না অ্যাকাউন্ট দুটি সংযুক্ত হয়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রভিডেন্ট ফান্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের শেষ দিন কবে ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল