কোল ইন্ডিয়ার PRL থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷ করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সত্ত্বেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে ৷ এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরা পাবেন, যাঁরা এই আর্থিক বছরে ৩০ ওয়ার্কিং ডে পুরো কাজ করেছেন ৷
advertisement
বৃহস্পতিবার হওয়া বৈঠকে কোল ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেপ্টেম্বর মাসে কোল ইন্ডিয়া লিমিটেডের আউটপুট ও সাপ্লাইয়ে প্রায় ৩২ শতাংশের গ্রোথ দেখা গিয়েছিল ৷ চলতি মাসেও সংস্থার গ্রোথ একই রয়েছে ৷ উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা আরও উৎসাহিত হবেন ৷ অনেকেই বলছেন, এতে তাঁদের পারফরম্যান্স আরও ভাল হবে ৷ প্রসঙ্গত, দেশের প্রায় ৮০ শতাংশ কয়লা কোল ইন্ডিয়া থেকেই আসে ৷