TRENDING:

সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা

Last Updated:

সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড শুক্রবার তাদের নন-এক্সিকিউটিভ কর্মচারীদের (Non-Executive Employees) বড় ঘোষণা করেছে ৷ কোল ইন্ডিয়া এই কর্মচারীদের জন্য আর্থিক বছর ২০১৯-২০-র জন্য পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড (PRL) হিসেবে প্রতি কর্মচারীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে ৷ এর জেরে সংস্থার প্রায় মোট ১৭০০ কোটি টাকার খরচ বাড়বে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷
advertisement

কোল ইন্ডিয়ার PRL থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷ করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সত্ত্বেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে ৷ এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরা পাবেন, যাঁরা এই আর্থিক বছরে ৩০ ওয়ার্কিং ডে পুরো কাজ করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বৃহস্পতিবার হওয়া বৈঠকে কোল ইন্ডিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেপ্টেম্বর মাসে কোল ইন্ডিয়া লিমিটেডের আউটপুট ও সাপ্লাইয়ে প্রায় ৩২ শতাংশের গ্রোথ দেখা গিয়েছিল ৷ চলতি মাসেও সংস্থার গ্রোথ একই রয়েছে ৷ উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা আরও উৎসাহিত হবেন ৷ অনেকেই বলছেন, এতে তাঁদের পারফরম্যান্স আরও ভাল হবে ৷ প্রসঙ্গত, দেশের প্রায় ৮০ শতাংশ কয়লা কোল ইন্ডিয়া থেকেই আসে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! দীপাবলির আগে এই সরকারি সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে চলে আসবে ৬৮,৫০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল