সাধারণত সমস্ত ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ দিয়ে থাকে ৷ সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যায় ৷ তবে আলাদা আলাদা ব্যাঙ্কের আলাদা আলাদা সুদের হার হয় ৷
Union Bank
ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দেয় ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank) ৷ লং টার্ম এফডি-তে ব্যাঙ্ক ৫.৬০ শতাংশ দিচ্ছে ৷ সিনিয়র সিটিজেনদের ৬.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) ৷ দীর্ঘ মেয়াদি এফডি-তে মিলছে ৫.৫০ শতাংশ ৷ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৬.০০ শতাংশ ৷
advertisement
SBI
স্টেট ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ২.৯০ শতাংশ বার্ষিক সুদ ৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৩.৯০ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিন ও ২১১ দিনের বেশি থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৪.৪০ শতাংশ সুদ ৷ ১ বছরের বেশি ও ২ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫ শতাংশ, ২ বছরের বেশি ও ৩ বছরের কম এফডি-তে মিলবে ৫.১০ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫.৩০ শতাংশ সুদ, ৫ বছর থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৪০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকরা সাধারণের থেকে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন ৷
PNB
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ৭ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৩ শতাংশ সুদ, ৪৬ থেকে ৯০ দিনের এফডি-তে মিলবে ৩.২৫ শতাংশ সুদ, ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ, ১৮০ থেকে ২৭০ দিনের এফডি-তে মিলবে ৪.৪০ শতাংশ, ২৭১ থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৪.৫০ শতাংশ, ১ থেকে ৩ বছরের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ, ৩ থেকে ১০ বছরের এভফডি-তে মিলবে ৫.৩০ শতাংশ সুদ ৷ প্রবীণ নাগরিকদের সাধারণের থেকে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক ৷
IDBI Bank
পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘ মেয়াদি এফডি-তে ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ প্রবীণ নাগরিকদের ৫.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক ৷ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)৫.২০ শতাংশ, ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) ৫.১৫ শতাংশ ও IDBI ব্যাঙ্ক গ্রাহকদের এফডিতে ৫.১০ শতাংশ সুদ দিচ্ছে ৷