ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম-এর তরফে অবশ্য জানানো হয়েছে, বৈঠক এই মাসেই হবে ৷ করোনা ভাইরাসের জেরে নয়াদিল্লিতে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তার জন্যে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে ৷ করোনা পরিস্থিতির জেরে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়নি ৷ কেন্দ্র সরকার গত বছরের শুরু থেকে বকেয়া ডিএ-র টাকার তিনটি ইনস্টলমেন্ট চলতি বছরের জুন মাস পর্যন্ত আটকে রেখেছে ৷
advertisement
JCM-এর সেক্রেটারি শিব গোপাল মিশ্রা জানিয়েছেন, বৈঠক চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পেয়ে থাকেন ৷ এবার সেটা ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে এক লাফে বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ দু’বছরের ডিএ-র লাভ একবারে পেতে চলেছেন কর্মচারীরা ৷ ২০২০ জানুয়ারিতে ৪ শতাংশ বাড়ানো হয়েছিল ডিএ, এর ৬ মাস পর জুন মাসে ৩ শতাংশ বাড়ানো হয় ৷ জানুয়ারি ২০২১ এ ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা একলাফে ২৮ শতাংশ বাড়তে পারে।