TRENDING:

Gold Price: ১৭ মে থেকে সস্তায় কিনতে পারবেন সোনা, জেনে নিন বিশেষ অফারটি

Last Updated:

৫ দিনের জন্য বাজারের থেকে কম দামে এখানে সোনা কেনার সুযোগ পাবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সস্তায় সোনার কেনার দারুণ অফার নিয়ে হাজির কেন্দ্র সরকার ৷ এই অফারে সস্তায় সোনা কিনে ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতের জন্য ৷ আর্থিক বছর ২০২১-২২ এর জন্য Sovereign gold bond এর প্রথম  পর্যায় বিক্রি শুরু হতে চলেছে ১৭ মে সোমবার থেকে ৷ ৫ দিনের জন্য বাজারের থেকে কম দামে এখানে সোনা কেনার সুযোগ পাবেন ৷
advertisement

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, Sovereign gold bond মে থেকে সেপ্টেম্বর মাসে মধ্যে ৬টি কিস্তিতে বিক্রি করা হবে ৷ প্রথম পর্যায়ে ১৭ থেকে ২১ মে এই সময়ের মধ্যে কিনতে পারবেন ৷ ২৫ মে থেকে বন্ড জারি করা হবে ৷

বিনিয়োগকারীরা বন্ডে ১ গ্রামের মাল্টিপ্লাই হিসেবে ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে ৮ বছরের জন্য বিনিয়োগ করা যাবে ৷ নিয়ম অনুযায়ী, এক আর্থিক বছরে কমপক্ষে ১ গ্রাম ও সর্বোচ্চ ৪ কিলোগ্রাম সোনায় ইনভেস্ট করা যেতে পারে ৷ ট্রাস্টের ক্ষেত্রে বছরে ২০ কিলোগ্রাম সোনায় ইনভেস্ট করা যাবে ৷ গোল্ড বন্ড ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডাকঘর ও স্টক মার্কেটের মাধ্যমে কেনা যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গোল্ড বন্ড কেনার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ ফিজিক্যাল গোল্ডের তুলনায় এটা অনেকটাই সুরক্ষিত ৷ তিন বছরের পর এর উপরে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগু হয় ৷ এর মাধ্যমে লোনও নেওয়া যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: ১৭ মে থেকে সস্তায় কিনতে পারবেন সোনা, জেনে নিন বিশেষ অফারটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল