জানা গিয়েছে, দৌসা চরেদা এলাকার এক কৃষক তাঁর ৩ বিঘা জমিতে স্বল্প খরচে লাভজনক চাষের কথা ভেবেছিলেন। সেই মতো কাজ করে তাঁর ভাগ্য ফিরে গিয়েছে রীতিমতো। ওই তিন বিঘা জমিতে তিনি ২০০টি লেবু গাছ লাগিয়ে বাগান করে ফেলেন। এককালীন খরচ, অথচ, লাভ দেদার।
ওই কৃষক বিনোদকুমার মীনা বলেন, ‘তিন বছর হল এই বাগান করেছি। প্রতি বছরই আমার বাগানে ভাল লেবুর ফলন হচ্ছে। সেই লেবু বিক্রি করে প্রচুর লাভ পাচ্ছি।’ জানা গিয়েছে, ২০২ সালে, এই বাগান তৈরি করেছিলেন বিনোদ। গাছ পরিপূর্ণ হতে সময় লেগেছিল এক বছর। দ্বিতীয় বছর থেকেই লেবুর ফলন শুরু হয়। এক লক্ষ টাকার লেবু বিক্রি হয়েছিল সেই বছর। বিনোদের দাবি, সেই থেকে প্রতি বছর ধারাবাহিক ভাবে লেবুর ভাল ফলন হয় তাঁর বাগানে। প্রতি বছর প্রায় দেড় লক্ষ টাকার ফসল বিক্রি করেন বলে দাবি করেছেন তিনি।
advertisement
বিনোদ জানিয়েছেন, বাগান করার সময় তাঁর খরচ হয়েছিল মোট ৩০ হাজার টাকা। কিন্তু তার পর থেকে আর এক টাকাও খরচ করতে হয়নি বাগানের জন্য। এমনকী বাগানের পিছনে কোনও অন্য ব্যয়ও তাঁর নেই বলে জানিয়েছেন বিনোদ। যাঁরা আচার তৈরি করেন তাঁরা বাগানে এসেই লেবু কিনে নিয়ে যান।
ওই কৃষক জানান, আগে নিজের এই তিন বিঘা জমিতে গম, যব, বাজরার মতো ফসলের বীজ বুনতেন তিনি। ওই সব ফসল বছরে একাধিক বার চাষ করতে হত। অনেক বেশি জল সেচ দিতে হত। কিন্তু সেই মতো লাভ পাওয়া যেত না। ফলে খানিকটা বিরক্তই ছিলেন বিনোদ। তিনি বলেন, ‘তারপর বাজারে লেবুর দাম দেখে লেবু চাষের কথা ভাবলাম। তখন কৃষি কর্মকর্তা মণীশ কুমার মীনা আমাকে এই লেবু চাষের সম্পর্কে বলেন।’ মণীশই জানান, লেবু বাগান থেকে লক্ষ লক্ষ টাকা লাভ হবে, ক্রমশ কমে আসবে চাষের খরচও।