TRENDING:

Business Ideas: কিশোর-কিশোরীরা করুক এই ব্যবসা, হাতখরচের টাকাও আসবে, পড়ার খরচও চাইতে হবে না!

Last Updated:

Business Ideas: স্কুলে পড়তে পড়তে ব্যবসা শুরু করার আইডিয়া কিন্তু লাভজনক হতে পারে। হাতখরচের টাকা তো উঠে আসবেই, গ্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের খরচের জন্যও মা-বাবার কাছে হাত পাততে হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাতখরচ আসবে কোথা থেকে? মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর এই প্রশ্নই বড় হয়ে দেখা দেয়। নিজের খরচ তুলতে অনেকেই টিউশনি শুরু করেন। কেউ ছোটখাটো পার্টটাইম জব। আসলে এই সময় হাতে অগাধ সময়। সেটাকেই কাজে লাগানো আর কী! তবে সবচেয়ে ভাল জিনিস হল ব্যবসা। পরবর্তীকালে এটাই ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর হতে পারে।
নতুন উপায়!
নতুন উপায়!
advertisement

স্কুলে পড়তে পড়তে ব্যবসা শুরু করার আইডিয়া কিন্তু লাভজনক হতে পারে। হাতখরচের টাকা তো উঠে আসবেই, গ্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের খরচের জন্যও মা-বাবার কাছে হাত পাততে হবে না। শুধু তাই নয়, পরিবারকে সাহায্য করাও হবে। কিন্তু কথা হল, এত কম বয়স, কী-ই বা অভিজ্ঞতা! এই বয়সে কী ব্যবসা শুরু করা যেতে পারে? এখানে দেওয়া হল তেমনই কিছু ব্যবসার সুলুকসন্ধান।

advertisement

হাতে তৈরি জিনিস: উচ্চমাধ্যমিক পাশের পর হাতে অফুরন্ত সময়। সেটাকে কাজে কাগিয়ে হোমমেড প্রোডাক্ট তৈরি করা যায়। কারও যদি শৈল্পিক মনন থাকে তাহলে তো কথাই নেই। গয়না থেকে সাবান, কাগজের ব্যাগ সব কিছুই হতে পারে। বাড়িতে রান্না করা খাবারও। হোম ডেলিভারি করা যায়। কিংবা অনলাইনে বা বাজারে বিক্রি। হাতের কাজ ভাল হলে ব্যবসা জমে উঠতে সময় লাগবে না।

advertisement

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ফলে কী ভয়ঙ্কর দিন আসতে চলেছে দেশে! বিরাট উদ্বেগের রিপোর্ট

ইউটিউব রিভিউ: এই মুহূর্তে ইউটিউবের মতো বড় বাজার আর নেই। আর টেক স্যাভি বর্তমান প্রজন্ম সেটা ভাল করেই জানে। ইউটিউবের সঙ্গে তারা যথেষ্ট সড়গড়। এটা থেকেই অর্থ উপার্জন করা যায়। সেটা ভিডিও তৈরি থেকে রিভিউ হতে পারে। ডেমো বা আনবক্সিং আপলোডও ইদানীং ব্যাপক জনপ্রিয়। কে বলতে পারে এখান থেকেই কেউ হয়ে উঠতে পারে আগামী দিনের ক্যারি মিনাটি।

advertisement

টিউশন: স্কুলে পড়তে পড়তেই অনেকে চুটিয়ে টিউশন করেন। এটাকেই একধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। খোলা যায় অনলাইন কোচিং ক্লাস। বাড়ি বাড়ি গিয়ে পড়াতে হবে না। অনলাইনেই শুরু করা যাবে। আর মেধাবী হলে তো কথাই নেই। ভার্চুয়াল টাইম স্লট, স্টাডি নোট বিক্রি করে কিন্তু মোটা টাকা উপার্জন করা যায়।

আরও পড়ুন: চাকরি গেলেও চিন্তা কী? পুঁজি ছাড়াই শুরু করা যায় এই ৬ ব্যবসা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সোশ্যল মিডিয়া ইনফ্লুয়েন্সার: আজকের দিনে সব কিছুই সোশ্যাল মিডিয়ায়। বর্তমান প্রজন্ম তো এখানেই বাঁচে। ইনস্টাগ্রামে ফটো, ভিডিও আপলোড কিংবা টিকটক ভিডিও তৈরি, তার কাছে বাঁ হাতের খেলা। পছন্দসই তো বটেই। এটাকেই ব্র্যান্ড করে প্রচার করতে হবে। তাহলেই হয়ে ওঠা যাবে সোশ্যল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর হ্যাঁ, এভাবে কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করছেন অনেকেই!

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: কিশোর-কিশোরীরা করুক এই ব্যবসা, হাতখরচের টাকাও আসবে, পড়ার খরচও চাইতে হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল