রাজস্থানের কোটা শহরের এক যুবকও গড়ে তুলেছেন এমন সংস্থা। কোটার বাসিন্দা হেমন্ত সিং রাঠোর ‘ডিভাইস ডক্টর ইন্ডিয়া’ নামে একটি সংস্থা খুলে কাজ করতে শুরু করেছেন। আর কয়েক দিনের মধ্যেই তিনি দেশ এবং দেশের বাইরে থেকে কাজের বরাত পেতে শুরু করেছেন।
হেমন্ত সিং রাঠোর বলেন, ‘এমসিএ করার পরেই ডিভাইস ডক্টর ইন্ডিয়া নামে আইটি সলিউশন সংস্থা শুরু করি। সেই সঙ্গে শুরু হয় স্টার্টআপ-এর কাজ।’ হেমন্ত সফ্টওয়্যার ওয়েব মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং পরিষেবা বিশেষজ্ঞ। এই নিয়েই তিনি গড়েছেন নিজের সংস্থা। বিশেষজ্ঞদের একটি দল রয়েছে তাঁর সঙ্গে। যাঁরা অত্যাধুনিক প্রযুক্তি কৌশলে পারদর্শী।
advertisement
ফলে তাঁরা গ্রাহকের বিস্তৃত ব্যবসার প্রয়োজনীয়তা মেটাতে নানা রকম সমাধান জোগাতে পারেন। হরিয়ানা সরকার এবং ভারতীয় সেনাবাহিনী হরিয়ানা গ্রন্থ অ্যাকাডেমি এবং কানাডার মাইশো তাঁর কাজের দৃষ্টান্ত বহন করছে।
আর্মি স্কুলের ওয়েবসাইট-এর সফ্টওয়্যার রক্ষণাবেক্ষণ ও ডেটা সুরক্ষার সম্পূর্ণ কাজ সামলাচ্ছে ‘ডিভাইস ডক্টর ইন্ডিয়া’। হরিয়ানা সরকারের পাশাপাশি তিনি গ্রামীণ এলাকার জন্য ‘ভারত গ্রাম বাজার’ নামে একটি ব্র্যান্ড তৈরি করেছিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কৃষকের সমস্ত কাজের ডিজিটাইজেশন সম্ভব। অনলাইনে ফসল বিক্রি করার জন্য কৃষকদের ই-কমার্সের প্ল্যাটফর্ম এটি। এর সঙ্গে তৈরি করা হয়েছিল হরিয়ানা সরকারের শিক্ষকের জন্য একটি সফ্টওয়্যারও। এর সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিভাইসটিও তৈরি করা হয়েছিল।
সারা বিশ্ব জুড়েই রয়েছে হেমন্ত সিং রাঠোরের গ্রাহক। এর মধ্যে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র অন্যতম। হেমন্তের দল একটি বিটকয়েনও তৈরি করেছে। এই কয়েনের নাম ‘এলিনিয়াম বিটকয়েন’। গত ছ’বছরে হেমন্ত সিং দেড় শতাধিক মানুষের কর্মসংস্থানও করতে পেরেছেন বলে দাবি।