পুরুলিয়ার খরাপ্রবণ ও রুক্ষ জমিতে ডালিম ও আতা চাষ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন কলকাতার যুবক কৃষি উদ্যোক্তা অভিষেক খান। তার এই সাহসী উদ্যোগ শুধু তাকে আত্মনির্ভর করে তুলছে না, বরং আশেপাশের গ্রামীণ এলাকার বহু মানুষের কাছেও স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ইতিমধ্যেই তার ডালিম গাছে ভাল ফলন শুরু হয়েছে এবং এই ফল কেবলমাত্র পুরুলিয়া জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, রফতানির লক্ষ্যেও প্রস্তুত করা হচ্ছে ভিন রাজ্যে পাঠানোর জন্য। পুরুলিয়ার কাশীপুর ব্লকের শ্যামপুর গ্রামে ‘অলিভ ব্রাঞ্চ ফার্ম’ নামে একটি বৃহৎ কৃষি প্রকল্প গড়ে তুলেছেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর বাজেটের থেকেও বেশি! নজরকাড়া আয়োজন, মেগা হিট ঝাড়গ্রামের ‘এই’ লক্ষ্মী পুজো
বিস্তীর্ণ জমির উপর ডালিম ও আতা গাছের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন তিনি। তার কথায়, “পুরুলিয়ার রুক্ষ ও খরাপ্রবণ মাটিতে আমরা পরীক্ষামূলকভাবে এই দুই ফলের চাষ শুরু করেছি। বর্তমানে ডালিম খুব ভাল ফলন দিচ্ছে। আতা গাছে এখনও ফল আসেনি, তবে আমরা আশাবাদী আতাও খুব ভাল ফল দেবে।” অভিষেক বাবু আরও জানান, “ডালিম ও আতা চাষের পাশাপাশি অলিভ সহ মুসাম্বি ও ড্রাগনের মতো লাভজনক ফল চাষও আমরা এই জমিতে শুরু করেছি। যদিও কোনও ফলের চাষ শেষ পর্যন্ত পুরোপুরিভাবে পুরুলিয়ার এই রুক্ষ মাটিতে সফল হবে সেটা সময় বলবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সফল প্রকল্পের মাধ্যমে অভিষেক প্রমাণ করেছেন, সঠিক দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম থাকলে কৃষিক্ষেত্রেও সাফল্যের নতুন দিগন্ত তৈরি করা সম্ভব। তার এই প্রয়াস নিঃসন্দেহে অন্য যুবক উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।