TRENDING:

Business Idea: কলকাতার যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলাচ্ছেন 'এইসব' ফল, ব্যবসা বাড়াতে চলছে ভিন রাজ্যে পাঠানোর প্রস্তুতি

Last Updated:

প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ, উপযুক্ত পরিকল্পনা, সঠিক প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি থাকলে শুষ্ক ও অনুর্বর জমিতেও লাভজনক ফলের চাষ সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ, উপযুক্ত পরিকল্পনা, সঠিক প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি থাকলে শুষ্ক ও অনুর্বর জমিতেও লাভজনক ফলের চাষ সম্ভব। অনেকের কাছেই এসব মুখের কথা মনে হলেও এমনটাই প্রমাণ করে দেখাচ্ছেন এক যুবক। যে যুবকের চাষের পদ্ধতি এখন নজর কেড়েছে এলাকায়, প্রযুক্তি, আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে তিনি মোটা রোজগারের মুখও দেখছেন। বলা যেতে পারে এটি তার কাছে উন্নতমানের চাষ পদ্ধতির পাশাপাশি নতুন বিজনেস আইডিয়াও। কেননা তিনি তার বাগানে উৎপাদিত ফল রফতানি করবেন ভিন রাজ্যেও।
advertisement

পুরুলিয়ার খরাপ্রবণ ও রুক্ষ জমিতে ডালিম ও আতা চাষ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন কলকাতার যুবক কৃষি উদ্যোক্তা অভিষেক খান। তার এই সাহসী উদ্যোগ শুধু তাকে আত্মনির্ভর করে তুলছে না, বরং আশেপাশের গ্রামীণ এলাকার বহু মানুষের কাছেও স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ইতিমধ্যেই তার ডালিম গাছে ভাল ফলন শুরু হয়েছে এবং এই ফল কেবলমাত্র পুরুলিয়া জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, রফতানির লক্ষ্যেও প্রস্তুত করা হচ্ছে ভিন রাজ্যে পাঠানোর জন্য। পুরুলিয়ার কাশীপুর ব্লকের শ্যামপুর গ্রামে ‘অলিভ ব্রাঞ্চ ফার্ম’ নামে একটি বৃহৎ কৃষি প্রকল্প গড়ে তুলেছেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোর বাজেটের থেকেও বেশি! নজরকাড়া আয়োজন, মেগা হিট ঝাড়গ্রামের ‘এই’ লক্ষ্মী পুজো

বিস্তীর্ণ জমির উপর ডালিম ও আতা গাছের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন তিনি। তার কথায়, “পুরুলিয়ার রুক্ষ ও খরাপ্রবণ মাটিতে আমরা পরীক্ষামূলকভাবে এই দুই ফলের চাষ শুরু করেছি। বর্তমানে ডালিম খুব ভাল ফলন দিচ্ছে। আতা গাছে এখনও ফল আসেনি, তবে আমরা আশাবাদী আতাও খুব ভাল ফল দেবে।” অভিষেক বাবু আরও জানান, “ডালিম ও আতা চাষের পাশাপাশি অলিভ সহ মুসাম্বি ও ড্রাগনের মতো লাভজনক ফল চাষও আমরা এই জমিতে শুরু করেছি। যদিও কোনও ফলের চাষ শেষ পর্যন্ত পুরোপুরিভাবে পুরুলিয়ার এই রুক্ষ মাটিতে সফল হবে সেটা সময় বলবে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

এই সফল প্রকল্পের মাধ্যমে অভিষেক প্রমাণ করেছেন, সঠিক দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম থাকলে কৃষিক্ষেত্রেও সাফল্যের নতুন দিগন্ত তৈরি করা সম্ভব। তার এই প্রয়াস নিঃসন্দেহে অন্য যুবক উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: কলকাতার যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলাচ্ছেন 'এইসব' ফল, ব্যবসা বাড়াতে চলছে ভিন রাজ্যে পাঠানোর প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল