TRENDING:

এক্সক্লুসিভ আইপিএল অফারে জিও-কে টেক্কা, ১৫৩ জিবি দেবে বিএসএনএল

Last Updated:

এ বার এক্সক্লুসিভ আইপিএল অফার নিয়ে বাজারে এল বএসএনএল ৷ আর নতুন অফারে হাঁকিয়ে ছক্কা মারল সরকারি এই টেলিকম সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ বার এক্সক্লুসিভ আইপিএল অফার নিয়ে বাজারে এল বএসএনএল ৷ আর নতুন অফারে হাঁকিয়ে ছক্কা মারল সরকারি এই টেলিকম সংস্থা ৷ এ বার বাজার চলতি ভারতী এয়ারটেল এবং জিও-কে টেক্কা দিয়ে সস্তাতম আইপিএল অফার দেবে বিএসএনএল ৷
advertisement

আইপিএল অফারে ২৪৮ টাকার একটি ডেটা প্ল্যান এনেছে বিএসএনএল ৷ এতে পাওয়া যাবে ১৫৩ জিবি ৩জি ডেটা ৷ প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে ৷ এই অফারের বৈধতা থাকবে ৫১ দিন পর্যন্ত ৷

আরও পড়ুন:এ বার অন্যের মনের কথা শুনতে পাবেন আপনিও, আবিষ্কার হল এমন যন্ত্র

গতকাল থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর আইপিএল শুরু হতে না হতেই মন টানছে ঘর ৷ আর ঘরে ফিরেই যে করে হোক রিমোটটি বগলদাবা করে টিভইর সামনে বসতে পারলেই হল ৷ চোখ যেন আঠা দিয়ে আটকে থাকছে টিভির ফ্রেমে ৷ কিন্তু ঘরের বাইরে থাকলে কী উপায় ? টিভির পর্দাটি মনে মনে যতই টানুক, চোখের সামনে তাকে নিয়ে ঘোরা তো আর সম্ভব নয় ৷ আবার ম্যাচও মিস করা চলবে না ৷ তাই হাতের কাছে রয়েছে স্মার্ট ফোন ৷ এ দিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ম্যাচ দেখলে সব ডেটা ফুরুৎ ৷ এই সমস্যার সমাধানেই একযোগে মাঠে নেমেছে একাধিক টেলিকম সংস্থা ৷

advertisement

আরও পড়ুন:এ বার থেকে জনপ্রিয় পেজ মালিকদের যাচাই করবে ফেসবুক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই আইপিএল স্পেশ্যাল অফার হিসাবে ২৫১ টাকার ডেটা প্ল্যান এনেছে রিলায়্যান্স জিও ৷ এতে ১০২ জিবি ৪জি ডেটা পাওয়া যাবে ৷ অন্যদিকে, হটস্টার অ্যাপে আইপিএল-এর ফ্রি স্ট্রিমিং করবে ভারতী এয়ারটেল ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক্সক্লুসিভ আইপিএল অফারে জিও-কে টেক্কা, ১৫৩ জিবি দেবে বিএসএনএল