আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ভারতের হবে অনেক টাকার ক্ষতি, কেন এমন বলছেন বিশেষজ্ঞরা?
হিরো সুপার স্প্লেনডার -
হিরোর এই বাইকে রয়েছে ১২৪.৭ সিসি ইঞ্জিন যা ১০.৮ পিএস এবং ১০.৬ এনএম টর্ক জেনারেট করার ক্ষমতা রাখে। ১২৫ সিসির এই বাইক প্রায় ৮০ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। হিরোর এই বাইকের দাম প্রায় ৭৩,৬৯৬ টাকা। এর ফলে কম পেট্রোলে এই বাইক অনেক দূর পর্যন্ত যাওয়া যায়।
advertisement
হিরো এইচএফ ডিলাক্স -
হিরোর এই বাইকে রয়েছে বিএস৬ ইঞ্জিন। এটি দাম সকলের বাজেটের মধ্যে। হিরোর এই বাইকের দাম ৫২,০৩৭ টাকা থেকে শুরু। এই বাইকের মাইলেজ হল লিটার প্রতি ৮৩ কিমি। এই বাইকে রয়েছে ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। এটি একটি স্টাইলিশ মডেলের বাইক। এই বাইক হল কম্পিউটার সেগমেন্টের সবথেকে সফল বাইক।
আরও পড়ুন: এক বছরে সোনার দাম তুমুল বৃদ্ধি! ১০ গ্রামের দাম এক নজরে...
হিরো স্প্লেনডার প্লাস -
হিরোর এই বাইকটি হল ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া কম্পিউটারড বাইক। এই বাইকে রয়েছে ৯৭.২ সিসি ইঞ্জিন, যা ৮ পিএস এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। হিরোর এই বাইক ভারতে তিন ধরনের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই বাইকে রয়েছে অ্যালোয় হুইলের সঙ্গে কিক, অ্যালোয় হুইলের সঙ্গে সেলফ স্টার্ট। হিরোর এই বাইকের মাইলেজ লিটার প্রতি ৮০.৬ কিমি। হিরোর এই বাইকের দাম ৬৩,৮৬৪ টাকা।
আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য বিরাট খবর! বাড়তে পারে Retirement-এর বয়স ও Pension-এর টাকা
হিরো প্যাশন প্রো বিএস৬ -
হিরো প্যাশন প্রো বিএস৬ ভারতে একটি খুবই জনপ্রিয় মডেলের বাইক। এই বাইকের মাইলেজ হল লিটার প্রতি ৭০ কিমি। এই বাইকে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স, অটো সেল। হিরোর এই বাইকে রয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই বাইকের দাম শুরু ৬৯,৬৯৮ টাকা থেকে।