কলা চাষ সেরকমই। এক বিঘা জমিতে কলা চাষ করেই ব্যাপক মুনাফা কামাচ্ছেন সতীশ কুমার। তিনি বলেন, কলা লাভজনক ফসল। আগে শুধু বিহারের কিছু এলাকাতেই এই চাষ করা হত। এখন গোপালগঞ্জের কৃষকরাও কলা চাষ শুরু করেছেন।
এক বিঘা জমিতে কলা চাষ করছেন সতীশ: গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাথুয়া ব্লকের বাধিয়া গ্রামের বাসিন্দা সতীশ কুমার। পেশায় কৃষক। এক বিঘা জমি রয়েছে তাঁর। সেখানেই কলা চাষ করেছেন। আগে ধান চাষ করতেন। কিন্তু লাভ তেমন হত না। স্থানীয় কৃষি গবেষণা কেন্দ্র থেকে রপ্ত করেছেন কলা চাষের কৌশল। প্রথমবারের মতো কলা চাষ করে উৎপাদনের পাশাপাশি লাভও হয়েছে। সতীশ জানান, বর্তমানে তিনি এক বিঘায় কলা ও দুই বিঘায় অন্য ফসল চাষ করছেন তিনি।
advertisement
এক মরশুমে ৫০ হাজার টাকা মুনাফা: কৃষক সতীশ কুমার জানান, ১২ থেকে ১৫ মাসে একবার কলা হয়। এক বিঘা জমিতে কলা চাষ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এক মরশুমে উৎপাদিত কলা বেচে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ করেছেন তিনি। সতীশ জানান, তিনি জি৯ জাতের কলা চাষ করেছেন। এর ফলনও ভাল। এই জাতের কলা চাষ করতে প্রতি গাছে ৩০ টাকা খরচ হয়। এছাড়াও সতীশ বিভিন্ন জাতের পেয়ারা চাষ করছেন। সতীশ জানান, কলা চাষ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
সতীশের কলা চাষ থেকে ব্যাপক লাভ হচ্ছে দেখে আশেপাশের গ্রামের কৃষকরাও উৎসাহিত। তাঁরাও কলা চাষ শুরু করেছেন। এখন গোপালগঞ্জ এলাকার মাঠে মাঠে শুধুই কলার বাহার। সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরাও এখান থেকে কলা কিনে নিয়ে যান।