TRENDING:

Ayshman Bharat Yojana Card online apply: এখন ঘরে বসেই তৈরি করা যাবে আয়ুষ্মান কার্ড, মিলবে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা

Last Updated:

Ayshman Bharat Yojana Card: কেউ যদি এখনও নিজেদের আয়ুষ্মান কার্ড তৈরি না করে থাকেন, তাহলে ঘরে বসেই মোবাইলে তা বানিয়ে নেওয়া যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত দরকারি নথি, যা রোগীকে চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। কেউ যদি এখনও নিজেদের আয়ুষ্মান কার্ড তৈরি না করে থাকেন, তাহলে ঘরে বসেই মোবাইলে তা বানিয়ে নেওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
আয়ুষ্মান ভারত কার্ড।
আয়ুষ্মান ভারত কার্ড।
advertisement

আয়ুষ্মান কার্ড পেতে এখন আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে নিজেই আয়ুষ্মান কার্ড তৈরি করা যেতে পারে। আয়ুষ্মান কার্ড তৈরি করতে মোবাইলের প্লে স্টোর থেকে PM-JAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে বা https://beneficiary.nha.gov.in-তে ক্লিক করে Google থেকে লগইন করতে হবে। তারপরে আয়ুষ্মান অ্যাপে লগইন করতে হবে এবং Beficiary বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর এবং ওটিপি দিতে হবে।

advertisement

আরও পড়ুন: দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা, জানেন ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের কত?

এর পরে, অ্যাপে যে তথ্য চাওয়া হচ্ছে, তা পূরণ করতে হবে এবং রেশন কার্ড নম্বর লিখতে হবে। এরপর দেখা যাবে, যে সদস্যদের নাম সবুজ রঙে থাকবে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে এবং যাদের নাম কমলা রঙের হবে, তাদের কার্ড তৈরি করা হয়নি। তাদের নামের সামনে Do e-KYC অপশন দেখা যাবে। এই বিকল্প নির্বাচন করা আবশ্যক।

advertisement

এর পর (অথেন্টিকেশন) ভেরিফিকেশনের জন্য ৪টি অপশন দেখা যাবে। যার মধ্যে আধার ওটিপি, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান বা ফেস রয়েছে। এই সমস্ত অপশন জমা দিতে হবে। যদি মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে আধার ওটিপি সিলেক্ট করতে হবে। কোনও লিঙ্ক না থাকলে ভেরিফিকেশন করতে হবে। আধার ভেরিফাই হলে ফটো ক্যাপচারে ক্লিক করতে হবে, যার কার্ড তৈরি করা হবে তার ছবি তুলে আপলোড করতে হবে। এর পরে, নিজেদের ঠিকানা এবং মোবাইল নম্বর লিখতে হবে এবং জমা দিতে হবে।

advertisement

আরও পড়ুন: দিনে দিনে সস্তা হচ্ছে বাংলাদেশের টাকা, জানেন ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের কত?

এর পরে আবেদনকারীর যোগ্যতা পরীক্ষা করা হবে, এই KYC স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। এর পরে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যেতে পারে। যদি কোনও ডাউনলোড না হয়, তবে ৫ থেকে ৭ দিন অপেক্ষা করতে হবে। তার পরে আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

জাঞ্জগীরের সিএমএইচও, ডা. বন্দনা সিসোদিয়া বলেছেন যে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে, বিপিএল রেশন কার্ডের অধীনে থাকা পরিবারগুলিকে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে এবং সাধারণ রেশন কার্ডধারী এপিএল পরিবারগুলিকে ৫০ হাজার টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে তা পাওয়া যাবে। জাঞ্জগীর চম্পা জেলার ৩৪টি সরকারি হাসপাতাল এবং ১৯টি বেসরকারি হাসপাতাল অর্থাৎ মোট ৫৩টি হাসপাতাল আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রেজিস্টার করা রয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ayshman Bharat Yojana Card online apply: এখন ঘরে বসেই তৈরি করা যাবে আয়ুষ্মান কার্ড, মিলবে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল