TRENDING:

Air India Express: ‘টাইম টু ট্রাভেল’ অফার চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বিমানের টিকিট শুরু মাত্র ১,১৭৭ টাকা থেকে !

Last Updated:

Air India Express Flight Tickets starting at Rs.1177: যাত্রীরা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের টিকিটে এই অফার পেতে পারেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে কাটা টিকিটে এই অফার মিলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘টাইম টু ট্রাভেল’ অফার নিয়ে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। মাত্র ১,১৭৭ টাকা থেকে শুরু বিমানের টিকিট ! অফার শুরু হয়েছে ২৯ মে থেকে। চলবে ৩ জুন পর্যন্ত। যাত্রীরা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের টিকিটে এই অফার পেতে পারেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে কাটা টিকিটে এই অফার মিলবে।
‘টাইম টু ট্রাভেল’ অফার চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মাত্র ১১৭৭ টাকায় কাটুন বিমানের টিকিট !
‘টাইম টু ট্রাভেল’ অফার চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মাত্র ১১৭৭ টাকায় কাটুন বিমানের টিকিট !
advertisement

আরও পড়ুন– রাশি রাশি কচ্ছপের ভিড়েই লুকিয়ে একটা সাপ, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই নজরের তারিফ করবে সবাই

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, অফারে ট্রাভেল এজেন্ট মারফত টিকিট কাটলে ১,১৯৮ টাকা পড়বে। সরাসরি airindiaexpress.com থেকে বুকিং করলে ১,১৭৭ টাকাতেই টিকিট পাবেন যাত্রীরা। এক্সক্লুসিভ রেট কেবিন ব্যাগেজ নিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্যই সংরক্ষিত। বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, অতিরিক্ত ৩ কেজি কেবিন ব্যাগেজ প্রি-বুক করতে পারবেন যাত্রীরা। এর জন্য কোনও চার্জ দিতে হবে না। চেক ইন ব্যাগেজের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে, ঘরোয়া বিমানে ১০০০ টাকা এবং আন্তর্জাতিক রুটে ১৩০০ টাকা থেকে শুরু।

advertisement

আরও পড়ুন– প্রতীক্ষার অবসান, মিউজিক ও ট্রেলার লঞ্চ হল ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’-এর; রাতুলের ছবিতে পুলিশের ভূমিকায় রূপাঞ্জনা

রেজিস্টার্ড সদস্যদের ‘Gourmair’ গরম খাবার এবং পছন্দের সিটে অতিরিক্ত ২৫ শতাংশ ছাড় দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। Tata NeuPass রিওয়ার্ড প্রোগ্রামের সদস্যরা খাবার, বসার জায়গা, লাগেজ ইত্যাদি থেকে ৮ শতাংশ পর্যন্ত নিউ কয়েনস উপার্জন করতে পারেন। এছাড়া এয়ারলাইনস প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট কাটা শিক্ষার্থী, প্রবীণ নাগরিক, এসএমই, নির্ভরশীল এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, মে মাস থেকেই খবরের শিরোনামে রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। চলছে চূড়ান্ত ডামাডোল। যাত্রার শেষ মুহূর্তে অসুস্থতার কারণে গণহারে সরে দাঁড়ান পাইলটদের একাংশ। ৮ মে থেকে একের পর এক ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমান বাতিল করতে শুরু করে সংস্থা। এই প্রসঙ্গে CNBC TV18-কে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র বলেছিলেন, “গত রাত থেকে কেবিন ক্রুদের একটা অংশ অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছে। ফলে ফ্লাইট ডিলে বা বাতিল করতে হয়েছে।’’ একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অব্যবস্থার কারণে ক্ষুব্ধ পাইলটদের একাংশ অসুস্থতা দেখিয়ে গণহারে ছুটির দরখাস্ত করেছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India Express: ‘টাইম টু ট্রাভেল’ অফার চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বিমানের টিকিট শুরু মাত্র ১,১৭৭ টাকা থেকে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল