এতে কম খরচে ও কম সময়ে অনেক বেশি লাভ করা সম্ভব। খাগড়িয়া নিবাসী এমনই এক কৃষক বাসন্তী দেবী মাত্র কয়েক বিঘে জমিতে কুমড়ো চাষ মাসে ৪০ থেকে ৪৫ হাজার আয় করেছেন।
ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতিতে সাধারণ কৃষকরা এক জমিতে বছরে মাত্র একটি ফসলের চাষ করেন। কিন্তু এর বদলে একই জমিতে একইসঙ্গে দুটির বেশি ফসল আবাদ করলে আর্থিক লাভ ছাড়াও জমির অবস্থাও উন্নত হয়। কৃষি বিজ্ঞানীরাও বর্তমানে এই পদ্ধতি অবলম্বনের কথা বলছেন। খাগড়িয়ার তেলাঞ্চ অঞ্চলের এক কৃষক বাসন্তী দেবী সেই পথ অবলম্বন করে অনেকটাই স্বচ্ছল হয়েছেন। মাত্র ৫টি প্লটে কুমড়োর চাষ করে দুই মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করেছেন।
advertisement
বাসন্তী দেবী জানিয়েছেন, এই বছর জৈষ্ঠ্য মাসে তিনি সেবানি জাতের কুমড়ো রোপন করেছিলেন। প্রায় ৪০ দিন পর থেকেই গাছে ফল ধরতে শুরু করে। তিনি সাধারণত জমিতে ডিএপি, ইউরিয়া, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি সার ব্যবহার করেছেন। এর পাশাপাশি মাসে একবার করে জমিতে চাষ করেন।
বাসন্তী দেবী জানান, প্রায় প্রতি দিনই তিনি ফসল তোলেন। এতে তার খামার থেকে প্রায় দিন ১৫০ থেকে ২০০টি কুমড়ো তোলা হয়। এই ফসলের প্রতি পিস তিনি ১০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন। শুধু কুমড়া থেকেই মাসে তিনি ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আয় করেন।