TRENDING:

Agricuture: পথ দেখাচ্ছে বিকল্প কৃষি, শুধু ঝিঙের চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন চাষিরা

Last Updated:

একটানা ৩-৪ মাস পর্যন্ত ফসল পাওয়া যায়, অর্থাৎ এক বিঘায় ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত কৃষিপ্রধান দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে অনেক ধরনের ফল, ফুল ও সবজির চাষ হয়। তবে অনেকক্ষেত্রেই চাষিরা প্রয়োজনীয় মুনাফা অর্জন করতে পারেন না বলে ক্ষতিগ্রস্ত হন। যাঁরা কৃষিকাজ করে ভাল মুনাফা অর্জন করতে চান তাঁরা শস্যের বদলে সবজি চাষ করতে পারেন। অন্তত এই বছরের কৃষিব্যবস্থার পরিপ্রেক্ষিতে সবজি চাষ অত্যন্ত ভাল একটি ভাল বিকল্প হয়ে দাঁড়িয়েছে। এতে বর্তমানে বিশেষ করে ঝিঙের চাষ করে অনেক কৃষক শুধু যে ভাল মুনাফাই করছেন তা নয়, অন্য কৃষকদের জন্যও দৃষ্টান্ত স্থাপন করছেন। দেশের বাজারে তাজা ঝিঙে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তাই অন্যান্য সবজির তুলনায় ঝিঙে বেশি ফলদায়ক। বেলে বা দোআঁশ মাটিতে এর চাষও ভাল হয়। সবচেয়ে ভাল বিষয় হল যে কোনও ক্ষুদ্র জমির কৃষকও এর চাষ করতে পারেন। মাত্র এক বিঘা জমিতে পরিশ্রম করেও ভাল ঝিঙের উৎপাদন হতে পারে।
advertisement

কিষাণগঞ্জের ডেঙ্গাপাড়ের কৃষক দিলীপ লাল সিং জানান, এই বছর তিনি তিন বিঘা জমিতে ঝিঙে চাষ করেছেন। তিনিই জানিয়েছেন, এই বছর বাজারে দাম ভাল থাকায় কৃষকরা কমপক্ষে তিন লক্ষ টাকা সহজেই আয় করতে পারবেন। কৃষক দিলীপ সিং আরও জানান যে, তাঁদের ক্ষেতে প্রতিদিন ৪-৫ জন শ্রমিক কাজ করেন। মোট ১০ বিঘা জমিতে সবজি চাষ হয়। এই বছর তিনি ৩ বিঘা জমিতে ঝিঙে, ২ বিঘা জমিতে অন্য শস্য, দেড় বিঘা জমিতে বেগুন এবং আড়াই বিঘা জমিতে আদা চাষ করছেন। তাঁর মাসিক আয় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। এখন কৃষিকাজ করেই তিনি খুব ভাল ভাবে সংসার খরচ চালাতে পারছেন।

advertisement

১ বিঘায় ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভ

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

ঝিঙে চাষের বিশেষ সুবিধে হল এতে খরচ কম হয়। এক বিঘায় খরচ মাত্র ৩০ হাজার টাকা। আর এতে মাত্র ৪৫ দিনেই ফল আসতে শুরু করে। একটানা ৩-৪ মাস পর্যন্ত ফসল পাওয়া যায়, অর্থাৎ এক বিঘায় ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারেন কৃষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agricuture: পথ দেখাচ্ছে বিকল্প কৃষি, শুধু ঝিঙের চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল