কিষাণগঞ্জের ডেঙ্গাপাড়ের কৃষক দিলীপ লাল সিং জানান, এই বছর তিনি তিন বিঘা জমিতে ঝিঙে চাষ করেছেন। তিনিই জানিয়েছেন, এই বছর বাজারে দাম ভাল থাকায় কৃষকরা কমপক্ষে তিন লক্ষ টাকা সহজেই আয় করতে পারবেন। কৃষক দিলীপ সিং আরও জানান যে, তাঁদের ক্ষেতে প্রতিদিন ৪-৫ জন শ্রমিক কাজ করেন। মোট ১০ বিঘা জমিতে সবজি চাষ হয়। এই বছর তিনি ৩ বিঘা জমিতে ঝিঙে, ২ বিঘা জমিতে অন্য শস্য, দেড় বিঘা জমিতে বেগুন এবং আড়াই বিঘা জমিতে আদা চাষ করছেন। তাঁর মাসিক আয় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা। এখন কৃষিকাজ করেই তিনি খুব ভাল ভাবে সংসার খরচ চালাতে পারছেন।
advertisement
১ বিঘায় ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভ
ঝিঙে চাষের বিশেষ সুবিধে হল এতে খরচ কম হয়। এক বিঘায় খরচ মাত্র ৩০ হাজার টাকা। আর এতে মাত্র ৪৫ দিনেই ফল আসতে শুরু করে। একটানা ৩-৪ মাস পর্যন্ত ফসল পাওয়া যায়, অর্থাৎ এক বিঘায় ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারেন কৃষকরা।