TRENDING:

BSNL-বাজি! ফোন করুন SIM ছাড়াই... হ্যাঁ, আনলিমিটেড

Last Updated:

পরিষেবাটি পেতে ডাউনলোড করতে হবে বিএসএনএল-এর ‘Wings’ নামে অ্যাপটি৷ বছরে ১ হাজার ৯৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেই আনলিমিটেড কল করা যাবে এই অ্যাপ থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের প্রথম ইন্টারনেট টেলিফোনি সার্ভিস আনল রাষ্ট্রায়ত্ত টেলি সংস্থা বিএসএনএল ৷ এই পরিষেবায় আপনি ভারতের যে কোনও নম্বরে ফোন করতে পারবেন মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ৷ আজ অর্থাত্‍ ২৫ জুলাই থকেই চালু হয়ে যাচ্ছে নয়া পরিষেবা৷
advertisement

কী করতে হবে?

পরিষেবাটি পেতে ডাউনলোড করতে হবে বিএসএনএল-এর ‘Wings’ নামে অ্যাপটি৷ বছরে ১ হাজার ৯৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করলেই আনলিমিটেড কল করা যাবে এই অ্যাপ থেকে৷ যে কোনও টেলিকম অপারেটরের ইন্টারনেট সার্ভিস বা wi-fi এর মাধ্যমে ভারতের যে কোনও নম্বরে ফোন করা যাবে৷

টেলিকম মন্ত্রী মনোজ সিনহার কথায়, ‘বর্তমান প্রতিযোগিতার বাজারে বিএসএনএল-এর মার্কেট শেয়ার বাড়ানো জরুরি৷ SIM ছাড়াই কল করার মতো এরকম একটি পরিষেবা আনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিএসএনএল কর্তৃপক্ষকে৷’ বিএসএনএল-এর ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব বলছেন, ‘Wings অ্যাপটি ডাউনলোড করে বিদেশ থেকেও ভারতের যে কোনও নম্বরে ফোন করতে পারবেন গ্রাহকরা৷ বিশ্বের যে কোনও প্রান্তে ইন্টারনেট পরিষেবা পেলেই এই অ্যাপ ব্যবহার করা যাবে৷ মাত্র ১ হাজার ৯৯ টাকা বার্ষিক ফি-তে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিএসএনএল-এর ইস্যু করা একটি মোবাইল নম্বরের সঙ্গে অ্যাপটি লিঙ্কড করতে হবে৷ তার জন্য অবশ্য সংস্থার মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না৷ বরং বিএসএনএল-এর ল্যান্ডলাইন ব্যবহারকারীরা ইনকামিং কল-এর সুবিধাও পাবেন যে কোনও লোকেশনে৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BSNL-বাজি! ফোন করুন SIM ছাড়াই... হ্যাঁ, আনলিমিটেড