গাড়ি সংস্থার সঙ্গে টেলিকম কোম্পানির গাঁটছড়া দেশে প্রথম। গাড়িতে সিমকার্ড এমবেড করার ফলে মেশিন টু মেশিন যোগাযোগ তৈরি হবে । কাজেই, গাড়িতে বসেই নজর রাখা যাবে বাড়ির উপর। এ ছাড়াও মোবাইল সংক্রান্ত সমস্ত কাজ কর্ম করা যাবে গাড়িতে বসেই।
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, টাটা মোটরসের সঙ্গে তাদের চুক্তি হয়ে গিয়েছে। পাঁচ লক্ষ সিমকার্ড ইতিমধ্যেই টাটাকে দিয়ে দেওয়া হয়েছে। এ বছর আরও ১০ লক্ষ সিমকার্ড দেওয়া হবে। টাটার থিয়াগো, হেক্সা ও হ্যায়িরের গাড়ির মডেলকে স্মার্ট কার বানানোর জন্য বেছে নেওয়া হয়েছে।
advertisement
Location :
First Published :
January 29, 2019 3:50 PM IST