ভোট শুরুর পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই একাধিক জেলা থেকে সংঘর্ষের ঘটনা সামনে আসছে ৷ উত্তর থেকে দক্ষিণবঙ্গ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসার আঁচ রাজ্যজুড়ে ৷ কোথাও বিরোধী সমর্থককে পুড়িয়ে মারার অভিযোগ ৷ কোথাও আবার বোমাবাজির খবর ৷ কোথাও বোমার আঘাতে জখম হওয়ার মতো ঘটনা ৷ গতকালই নিরাপদ, সুস্থ ভোটের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তা স্বত্ত্বেও ঠেকানো যাচ্ছে না একের পর এক হিংসার ঘটনা ৷
advertisement
কিছুদিন আগেই ভাঙরে আরাবুল ইসলামের বাড়ি তল্লাশি করতে গিয়ে বাড়ি লাগোয়া বাগান থেকে উদ্ধার হয়েছিল বস্তা বস্তা তাজা বোমা ৷ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর থেকে একাধিক জায়গা থেকে বোমা মজুত রাখা এবং উদ্ধারের খবর এসেছে ৷
আরও পড়ুন: LIVE: চলছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত
Location :
First Published :
May 14, 2018 9:24 AM IST