#মুম্বই: অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে ট্যুইট করে ট্রোলড হলেন সলমন খান ৷ অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর ৬ দিন পর সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন তিনি ৷ ব্যাস, এতেই তাঁকে নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে ৷ নেট দুনিয়ায় খুবই দ্রুত খবর ছড়ায় ৷ সেখানে এতদিন পর সলমানের ট্যুইট তাও আবার এক দেশনায়কের প্রয়াণে ভালভাবে নেননি নেটিজেনরা ৷ সলমন ফ্যানরা ভীষণ হতাশ সলমনের এই কাণ্ডে ৷ অসংখ্য লাইকে ভরে গিয়েছে এই ট্যুইট সঙ্গে প্রচুর কমেন্ট ! যার মধ্যে একজনের কমেন্ট নজর কেড়েছে ৷ তিনি লিখেছেন 'স্যার, টিউবলাইটের প্রচার এখন কেন করছেন ?!' অনেকেই আবার বলছেন 'টাইগার সো গ্যায়া ক্যায়' !