TRENDING:

মাধুরীর মিষ্টি হাসির পিছনে রহস্য কী ? জানলে আপনিও চমকে যাবেন

Last Updated:

অনেকে বলে থাকেন মাধুরী দীক্ষিতের হাসি অনেকটাই মেলে মধুবালার সঙ্গে ৷ শুধুমাত্র কোনও একটি বয়স নয় কাল থেকে মহাকালে ব্যাপ্তি তাঁর ৷ মাধুরীর হাসির যাদুতে ঘায়েল হয়েছে সবাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকে বলে থাকেন মাধুরী দীক্ষিতের হাসি অনেকটাই মেলে মধুবালার সঙ্গে ৷ শুধুমাত্র কোনও একটি বয়স নয় কাল থেকে মহাকালে ব্যাপ্তি তাঁর ৷ মাধুরীর হাসির যাদুতে ঘায়েল হয়েছে সবাই ৷
advertisement

চলচ্চিত্রে মাধুরীকে হাসির কারণেই অনেকে এক কথায় প্রাণ দিতে পারেন ৷ সে সেই সাজনের পূজাই হোক বা বেটার সরস্বতী ৷ তাঁর অভিনীত এক গুচ্ছ ছবি রাম লক্ষ্মণ, তেজাব, হাম তুমহারে হ্যায় সনম, দেবদাস, দিল তো পাগল হ্যায়, রাজা, খলনায়ক ৷ এই ভাবে বলতে বসলে সারাদিন বয়ে যাবে কিন্তু শেষ হবে না এই দীর্ঘ তালিকা ৷ সব সময়েই একটি কমন ফ্যাক্টর মিষ্টি হাসি ৷

advertisement

একটি সাক্ষাৎকারে মাধুরীকে জানতে চাওয়া হয়েছিল তাঁর মিষ্টি হাসির রহস্য কী ? তিনি বলেই ছিলেন কিছুই না মন আর মুখ এক রাখি ভিতর ও বাহির চলে সমানে সমানে ৷ সব সময় ভাল থাকার চেষ্টা করি খুশিতে বাঁচি ৷ বিয়ের পরে কিছুদিনের জন্য বিদেশীনি হলেও ফের দেখা যায় তাঁকে ভারতীয় সিনেমায় ৷

advertisement

সেই যেখানে ছেড়ে গিয়েছিলেন তাঁর মিষ্টি হাসি যেন আজা নাচলে দিয়েই আবার সেখান থেকেই শুরু করেছিলেন ৷ এরপর গুলাব গ্যাঙ, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ৷ হাসিতেই অনন্য মাধুরী তাঁর স্নিগ্ধতা বারবার মাতাল করেছেন ভক্তদের ৷ বয়স তো শুধু সংখ্যা বারবার তাঁর কাজের মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে ৷ মনের বয়স ও সৌন্দর্যে সব সময়েই তিনি অষ্টাদশী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

আরও পড়ুন  : অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া, কী বললেল তিনি

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধুরীর মিষ্টি হাসির পিছনে রহস্য কী ? জানলে আপনিও চমকে যাবেন