ভর সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে হঠাৎ বিস্ফোরণ! রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আতসবাজির প্রদর্শনী চলাকালীনই ঘটে বিপত্তি।
এ দিন কন্দর্পপুরের আজাদ সংঘের মাঠে চলছিল উদয়ন সঙ্ঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই হচ্ছিল আতসবাজির প্রদর্শনী। মাঠে তখন ভিড়ে ভিড়। তারই মাঝে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকে পানা পুকুরে গিয়ে ঝাঁপ দেন।
advertisement
নরেন্দ্রপুর পুলিশের দাবি, আতসবাজির প্রদর্শনীর জন্য তাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়দেরও অনেকে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্লাবের লোক আসেনি, কাউন্সিলরও পালিয়েছেন।
বিস্ফোরণে আহত হন কমপক্ষে ২০ জন। ১০ জনকে হাসপাতালে ভরতি করা হয়। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, রবিবারই পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানাতেও বিস্ফোরণ ঘটে। মালখানা পরিষ্কার করার সময়, বাজেয়াপ্ত করে রাখা বাজি ফেটে বিপত্তি। দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভরতি করতে হয়।
আরও পড়ুন-নিষ্ঠুরতা NRS-এ, প্লাস্টিকের প্যাকেট থেকে ১৬টি কুকুরছানার মৃতদেহ উদ্ধার