TRENDING:

স্বামী অগ্নিবেশকে হেনস্থা, দায় এড়াল যুব মোর্চা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাকুড়: ঝাড়খন্ডের পাকুড়ে সমাজসেবী স্বামী অগ্নিবেশকে হেনস্থা করার ঘটনায় দায় এড়াল  ভারতীয় জনতা যুব মোর্চা ।
advertisement

মঙ্গলবার পাকুড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিজেপি কর্মীসমর্থকদের হাতে প্রহৃত হন ৮০ বছরবয়সী স্বামী অগ্নিবেশ । তাঁর বিরুদ্ধে স্লোগানও দেয় হেনস্থাকারীরা ও তাঁকে ফিরে যেতে বলা হয় । ভারতীয় জনতা যুব মোর্চা-বিজেপির একটি যুব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করা হয় । কিন্তু এই ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যুব মোর্চা ও এই ঘটনায় তাঁদের কোনওরকম ভূমিকা নেই বলেই জানিয়েছে এই দল ।

advertisement

আরও পড়ুন: বিচারকের অভাব, বাড়তে পারে বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা

যুব মোর্চার প্রাদেশিক সভাপতি অমিত সিংহ জানিয়েছেন, অগ্নিবেশের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ করার পরিকল্পনা নিয়েছিলেন ঠিকই, কিন্তু এই ঘটনার সাথে তাঁরা কোনওভাবে জড়িত নন । তিনি আরও জানিয়েছেন, অগ্নিবেশ নকশালপন্থি রাজনীতিকে সমর্থন করে থাকেন ও সেই কারণেই তাঁরা অগ্নিবেশের বিরুদ্ধে প্রতিবাদ ও তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনাও করেছিল । অমিত সিংহ জানিয়েছেন, তিনি নিজে ঘটনার ভিডিও দেখেছেন, সেখানে যুব মোর্চার সদস্যরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিলেও, মোর্চার কোনও সদস্য অগ্নিবেশের গায়ে হাত তোলেননি । তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক মতভেদের কারণেই মোর্চার সদস্যদের নামে এফআইআর দায়ের হয়েছে ।

advertisement

বিজেপি ঝাড়খন্ডের মুখপাত্র পি সহদেও এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত নয় বলে জানিয়েছেন । তিনি আবার অগ্নিবেশকেই পাল্টা কটাক্ষ করেছেন । তিনি বলেছেন, এই ঘটনা সম্পূর্ণ নিন্দনীয় কিন্তু স্বামী অগ্নিবেশের যা রাজনৈতিক কার্যকলাপ তাতে তাঁর উপর এই আক্রমণ কোনও বিস্ময়কর ঘটনা নয় ।

রাঁচি হাইকোর্টের কাছে ইতিমধ্যে এই ঘটনার অনুসন্ধান করার জন্য আর্জি জানিয়েছেন স্বামী অগ্নিবেশ। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারের কিছু ঘন্টা পরেই অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় ও এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন পুলিশকেই । তাঁকে রীতিমত প্রস্তুতি নিয়ে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, জানিয়েছেন অগ্নিবেশ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
স্বামী অগ্নিবেশকে হেনস্থা, দায় এড়াল যুব মোর্চা