লোকসভা ভোটের আগে জোট অস্ত্রে শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ হয়ে উঠতে চলেছে মোদি-বিরোধী শক্তিগুলির মঞ্চ।
উনিশের যুদ্ধে তুরুপের তাস কারা ? স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ কংগ্রেস কত পাবে জানি না, বিজেপি ১২৫ আসন পাবে, ছোট দলের হাতেই থাকবে রাশ ৷’’
advertisement
এদিকে ব্রিগেডের সমাবেশে ক্রমশই দীর্ঘ হচ্ছে জাতীয়স্তরের নেতাদের তালিকা। এবার, মায়াবতীর নির্দেশে সমাবেশে যোগ দিচ্ছেন বিএসপি নেতা সতীশ মিশ্র। থাকছেন রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে নেতা স্ট্যালিন, গুজরাতের হার্দিক প্যাটেল ও জিগনেশ মেবানী, অসমের নেতা বদরুদ্দিন আজমল।
উনিশের ব্রিগেডে তারকার হাট। থাকছেন,
- প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া
থাকছেন চার বর্তমান মুখ্যমন্ত্রী।
- মমতা বন্দ্যোপাধ্যায়
- দিল্লির অরবিন্দ কেজরিওয়াল
- কর্নাটকের কুমারস্বামী
- অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু
থাকছেন ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও।
- জম্মু-কাশ্মীরের ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লা
- মহারাষ্ট্রের শরদ পাওয়ার
- উত্তরপ্রদেশের অখিলেশ যাদব
- ঝাড়খণ্ডের বাবুলাল মারান্ডি
- অরুণাচলপ্রদেশের গেগং আপাং
এছাড়াও থাকছেন বেশ কয়েকজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও।
- বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি
- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা
- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা
- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সনিয়া-রাহুলের প্রতিনিধি মল্লিকার্জুন খাড়গে
একসঙ্গে এতজন ভিভিআইপি। কেউ জেড বা কেউ জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। নিরাপত্তার জন্য থাকছে ত্রিস্তরীয় বলয়। প্রতিনিধিদের স্বাগত জানাতে বিমানবন্দর থেকে বাইপাস পর্যন্ত সাজানো হবে নানান কাট আউটে।