TRENDING:

'আত্মহত্য়া কে না করে' বিজেপি মন্ত্রীর বেফাঁস মন্তব্য়ে সমালোচনার ঝড় সব মহলে

Last Updated:

মন্ত্রীদের ক্রমাগত লাগাম ছাড়া মন্তব্যের জেরে দল ও সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন সময়ে ৷ এই অভ্যাসে রাশ টানতেই প্রধানমন্ত্রী কখনও সরাসরি কখনও বিভিন্ন বার্তায় মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন ৷ সব সময় বলার থেকে বেশির ভাগ সময়ে শোনার অভ্যাস করাও জরুরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যপ্রদেশ: দলীয় মন্ত্রীদের ক্রমাগত লাগাম ছাড়া মন্তব্যের জেরে দল ও সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন সময়ে ৷ এই অভ্যাসে রাশ টানতেই প্রধানমন্ত্রী কখনও সরাসরি কখনও বা বিভিন্ন বার্তায় মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন ৷ সব সময় বলার থেকে বেশির ভাগ সময়ে শোনার অভ্যাস করাও জরুরি ৷
advertisement

আরও পড়ুন :  খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক, ভক্ত সমাগমে মন্দির চত্বরে উৎসবের মেজাজ

প্রধানমন্ত্রীর পরামর্শেও পরিবর্তন হচ্ছেনা চিত্রের, রবিবার সিআইআই আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের শ্রম ও কৃষককল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বালকৃষ্ণ পাটিদার বলেন, আত্মহত্যা কে না করেন ?

advertisement

আরও পড়ুন :  ভারতীয় শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আত্মহত্যার ঘটনাকে উল্লেখ করে তাঁর মন্তব্য একমাত্র যিনি আত্মহত্য়া করছেন তিনিই শুধু জানেন আত্মহত্যার কারণ । বাকিরা সবাই শুধু সেই কারণ আন্দাজ করতে পারেন ৷ শিবরাজ সিং চৌহান মন্ত্রীসভার এক মন্ত্রীর এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সব মহলে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আত্মহত্য়া কে না করে' বিজেপি মন্ত্রীর বেফাঁস মন্তব্য়ে সমালোচনার ঝড় সব মহলে