বিজেপির পরিকল্পনা, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই এই রথ ছুটবে। কিন্তু, সেই রথযাত্রা এখন মামলার জটে। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার, লালবাজারে রথযাত্রা নিয়ে বৈঠক রাজ্য সরকারের। বৈঠকেথাকবেন বিজেপির তিন প্রতিনিধি।
তবে এর মাঝেই, রথযাত্রা চলাকালীন ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু, সেই সভাও হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এটাও কি পাঁচ রাজ্যে হারের জের?
advertisement
বিজেপির রথের সারথি অমিত শাহ। গুরুত্বপূর্ণ সঙ্গী যোগী আদিত্যনাথ। তিন রাজ্যেই সবচেয়ে বেশি প্রচারে গিয়েছিলেন যোগী। এবার কি তবে, বঙ্গে গেরুয়া শিবিরের প্রচারে নেতাদের তালিকায় বদল হবে? পাঁচ রাজ্যের ভোটের ফলের পর আদৌ কি বিজেপি নেতারা আর টার্গেট বাংলায় ঝাঁপাবেন না কি হিন্দি বলয় পুনরুদ্ধার আর গোবলয়ে ২০১৯-এ শক্তি ধরে রাখার চেষ্টা চালাবেন?
সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে যত ভোট হয়েছে, তাতে বাম-কংগ্রেসকে পিছনে ফেলে দু নম্বরে উঠে এসেছে বিজেপি। কিন্তু, এক নম্বরে থাকা তৃণমূলের থেকে তারা অনেকটাই পিছিয়ে। তা সত্ত্বেও উনিশের লোকসভা ভোটে তৃণমূলের থেকে বেশি আসনে জোতার স্বপ্ন দেখছিলেন অমিত শাহরা। সেই মতো ঠিক হচ্ছিল কর্মসূচি। কিন্তু, সেমিফাইনালে যে ভাবে ভরাডুবি হল, তাতে ১৯-এ ফাইনালের জন্য বিজেপি লড়াই অনেক কঠিন হয়ে গেল। কঠিন লড়াইয়ের জন্য গেরুয়া শিবিরের কি এবার নতুন স্ট্র্যাটেজি? সেদিকেই এখন নজর।