TRENDING:

২০১৯ নির্বাচনে আজমগড়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী অমর সিংহ

Last Updated:

২০১৯ এ বিজেপির মিত্রদল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি থেকে আজমগড়ের আসনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে অমর সিংহ-এর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: আবার রাজনৈতিক আলোচনার বৃত্তে অমর সিংহের নাম । সমাজবাদী পার্টি থেকে অপসারিত নেতাকে এবার ২০১৯ লোকসভা নির্বাচন লড়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় জনতা দল ।
advertisement

২০১৯ এ বিজেপির মিত্রদল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি থেকে আজমগড়ের আসনের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে অমর সিংহ-এর । বর্তমানে আজমগড়ের সাংসদ সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব । ২০১৭ বিধানসভা নির্বাচনে জেপির রমাকান্ত যাদবকে হারিয়ে এই আসন দখল করেছিলেন মুলায়ম ।

সুহেলদেব সমাজ পার্টি প্রধান ওম প্রকাশ রাজভর জানিয়েছেন অমর সিংহ একজন বড় মাপের নেতা, তিনি যদি আজমগড়ের আসনটির জন্য লড়তে চান, তাহলে অবশ্যই তাকে প্রার্থী টিকিট দেওয়া হবে । তাঁর জন্য সুহেলদেব পার্টির দরজা সবসময়ই খোলা , যদিও এনডিএ সরকারের জোটগুলির মধ্যে আসন বিভাজনের বিষয়টি খতিয়ে দেখতে হবে, জানিয়েছেন রাজভর ।

advertisement

আরও পড়ুন: মমতা দিদির দীপ নিভবে, বাংলায় ফুটবে পদ্ম,মন্তব্য উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর

সম্প্রতি মোদির লখনউ পরিদর্শনের সময়েও সভাগুলিতে উপস্থিত ছিলেন অমর সিংহ । এমাসের শুরুতে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও ।

৩০ জুলাই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে কটাক্ষ করেছিলেন অমর সিংহ । সেই দুই দলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন সিংহ । এই প্রসঙ্গে তিনি এও বলেছিলেন তিনি মোদি ও আদিত্যনাথকেই সমর্থন করবেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুস্থ রাজনীতিই প্রকৃত রাজনীতি । উত্তরপ্রদেশে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই । আর সমাজবাদী ও বহুজন সমাজবাদী একই কয়েনের দুটি দিক, মন্তব্য করেছিলেন সিংহ ।

বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ নির্বাচনে আজমগড়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী অমর সিংহ