TRENDING:

#EgiyeBangla : বিশ্ব বাংলা শিল্পী হাট, হস্তশিল্পের প্রসারে উদ্যোগী রাজ্য

Last Updated:

হস্তশিল্পের প্রসারে এগিয়ে এসেছে রাজ্য। গোটা রাজ্যে শিল্পীদের জন্য চারটি হাট তৈরী করেছে রাজ্য সরকার। তার মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও তৈরি হয়েছে একটি হাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: হস্তশিল্পের প্রসারে এগিয়ে এসেছে রাজ্য। গোটা রাজ্যে শিল্পীদের জন্য চারটি হাট তৈরী করেছে রাজ্য সরকার। তার মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়িতেও তৈরি হয়েছে একটি হাট। বিশ্ব বাংলা শিল্পী হাট। এক ছাতার নীচেই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সামগ্রী তৈরি ও বিক্রি দুই-ই করছেন। ন্যায্য দামে জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারাও।
Photo : News 18
Photo : News 18
advertisement

শিলিগুড়ির মাটিগাড়ার কাওয়াখালিতে তৈরি হয়েছে বিশ্ববাংলা শিল্পী হাট। চেহারায় ঝাঁ-চকচকে। কাঠ-বেত-বাঁশ দিয়ে তৈরি ঘর সাজানোর শৌিখন জিিনস, শাড়ি বা পাঞ্জাবী। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা নিজেদের হাতে তৈরি করছেন জিনিস। সেইসব সামগ্রী মিলছে ন্যায্য দামেই। হস্তশিল্পের প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। হস্তশিল্পীদের এগিয়ে আনতেই বিশ্ববাংলা শিল্পী হাট চালু হয়েছে শিলিগুড়িতেও। শিল্পীরা এখানেই তৈরি ও বিক্রি দুটোই করতে পারছেন।

advertisement

বিশ্ব বাংলা শিল্পী হাট

- ১২০টি স্টল করা হয়েছে

- শিল্পীদের স্টলের ভাড়া দিতে হয় না

- বিদ্যুতের বিলও মেটাতে হয় না

- যাতায়াতের ভাড়া-সহ প্রতিদিন ৭৫ টাকা ডিএ পাচ্ছেন শিল্পীরা

- পুরুষ ও মহিলা শিল্পীদের জন্য আলাদা আবাসন

- সেখানে ডরমেটরি রুম ও রান্নাঘর

আগে উত্তরবঙ্গ হস্তশিল্প মেলার দিকে তাকিয়ে থাকতেন ক্রেতারা। বাগডোগরা যাওয়ার পথে মাটিগাড়ায় শো-পিস কেনার হিড়িক ছিল। এখন এক ছাদের নীচেই সমস্তকিছু পেয়ে খুশি ক্রেতারা। খুশি বিক্রেতারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

দুর্গাপুর, নিউটাউন, রাজারহাটের পর শিলিগুড়িতেও হস্তশিল্পের প্রসারে তৈরি হয়েছে বিশ্ববাংলা শিল্পী হাট। শিল্পীদের উৎসাহ বাড়াতেই উদ্যোগী রাজ্য সরকার। প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববাংলা শিল্পী হাট খোলা থাকছে। কয়েকমাস আগেই হাট তৈরি হয়েছে। তারপর থেকেই বিকিকিনি চলছে রমরমিয়ে। আগামীদিনেও এই হাটের সুনাম আরও বাড়বে বলেই আশাবাদী প্রশাসন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#EgiyeBangla : বিশ্ব বাংলা শিল্পী হাট, হস্তশিল্পের প্রসারে উদ্যোগী রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল