TRENDING:

১২-র নীচে কন্যা ধর্ষণে সাজা মৃত্যুই, লোকসভায় পাস বিল

Last Updated:

জম্মু-কাশ্মীরের কাঠুয়া নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনা বা উন্নাওয়ের ধর্ষণের পর দেশজুড়ে বিক্ষোভের জেরে আইন সংশোধন করে বিলটি পাস করার মরিয়া চেষ্টা শুরু করে কেন্দ্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিশু ধর্ষণে অপরাধীদের সাজা মৃত্যুদণ্ড দেওয়ার দাবি অনেক দিন ধরেই ছিল৷ এ বার লোকসভায় সেই দাবিতে ছাড়পত্র মিলে গেল৷ অর্থাত্‍‌ শিশু ধর্ষণে অপরাধীকে সরাসরি মৃত্যদণ্ড দেওয়ার আইনে শিলমোহরের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেল৷ সোমবার লোকসভায় বিলটি পাস হল৷
advertisement

আরও পড়ুন: ছিঃ! মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণ বাবার

বিলে বলা হয়েছে, ১২ বছর বা তার নীচে কোনও মেয়েকে ধর্ষণ করলে, ফাঁসির সাজা দেওয়া হবে অপরাধীকে৷ জম্মু-কাশ্মীরের কাঠুয়া নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনা বা উন্নাওয়ের ধর্ষণের পর দেশজুড়ে বিক্ষোভের জেরে আইন সংশোধন করে বিলটি পাস করার মরিয়া চেষ্টা শুরু করে কেন্দ্র৷

advertisement

আরও পড়ুন: বাবা আমায় রোজ ধর্ষণ করে ! ডাক্তারকে জানাল কিশোরী

ক্রিমিনাল ল' (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৮ এ দিন লোকসভা ধ্বনি ভোটে প্রায় সব সাংসদই পক্ষে মত দেন৷ কিছু বিরোধী সাংসদ দাবি করেন, সরকার অর্ডিন্যান্স জারি করে আইন নিজেদের মতো তৈরি করছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

বিলটি পাস হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, নাবালিকাদের সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের কাছে এখন অন্যতম উদ্দেশ্য৷ ধর্ষণে সাজা দেওয়ার আইন রয়েছে ভারতীয় দণ্ডবিধিতে৷ কিন্তু ১৬ বা ১২ বছরের নীচের মেয়েদের গণধর্ষণ বা ধর্ষণের মতো অপরাধে সাজা দেওয়ার কোনও পৃথক আইন নেই৷ সরকার সেই আইন আনারই প্রস্তাব দিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১২-র নীচে কন্যা ধর্ষণে সাজা মৃত্যুই, লোকসভায় পাস বিল