পেট্রোপণ্যের দামে লাগাম পড়াতে না পারলেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ভ্যাট কমানোর কথা ঘোষণা করে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ সরকার ৷ সোমবার পেট্রোল ও ডিজেলের উপর ৪ শতাংশ ভ্যাট কমানোর কথা ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার ৷ এর আগে পেট্রোলের উপর রাজস্থানে ভ্যাট ছিল ৩০ শতাংশ ৷ যা এখন ২৬ শতাংশ ৷ আর ডিজেলের ভ্যাট ২২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ ৷ এর ফলে রাজস্থানে লিটার প্রতি ২.৫০ টাকা করে কমেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ সোমবার থেকেই লাগু নয়া সিদ্ধান্ত ৷ এর ফলে রাজ্য প্রায় ২ হাজার কোটি রাজস্ব খোয়াবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷
advertisement
আরও পড়ুন
ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষকের চাকরি, পুলিশের জালে ২৫০০
একইদিনে রাজ্যবাসীর কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করে অন্ধ্রপ্রদেশের TDP সরকার ৷ সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ২ টাকা করে কমানোর কথা ঘোষণা করেন ৷ মঙ্গলবার থেকেই অন্ধ্রপ্রদেশে নতুন দামে পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন রাজ্যবাসী ৷
আরও পড়ুন
বেতন ৭৩ হাজার, মেট্রো রেলে আকর্ষণীয় চাকরির সুযোগ
বিশেষজ্ঞদের মতে, এই দুই রাজ্যের সিদ্ধান্তের জেরে ভ্যাট কমানোর জন্য চাপ বাড়বে বাকি রাজ্যের উপরেও ৷ এর আগে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলিকে ভ্যাট কমানোর প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷