TRENDING:

এয়ারপোর্টে বোমাতঙ্ক, ব্যাগের ভিতর ওগুলো আসলে সেক্স টয় !

Last Updated:

অনেক সময় চালানকারীদের অভিনব সব কৌশলে অবাকও হতে হয় রক্ষীদের ৷ তবে এমন ‘অদ্ভুত’ কাণ্ড দেখে চোখ কপালে উঠল কর্তৃপক্ষের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এয়ারপোর্টে সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় ৷ প্রায়শই মাদক থেকে নানারকম চোরাচালানের সামগ্রী উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ৷ অনেক সময় চালানকারীদের অভিনব সব কৌশলে অবাকও হতে হয় রক্ষীদের ৷ তবে এমন ‘অদ্ভুত’ কাণ্ড দেখে চোখ কপালে উঠল কর্তৃপক্ষের ৷
advertisement

জার্মানির ব্যস্ততম বিমানবন্দরের ঘটনা ৷ গত মঙ্গলবার বার্লিন স্কোনেফিল্ড এয়ারপোর্টে হঠাৎই এক ব্যক্তির ব্যাগ স্ক্যানিং করতে গিয়ে ‘অস্বাভাবিক’ কিছু বস্তু দেখতে পান নিরাপত্তারক্ষীরা ৷ সকলেই জিনিসগুলিকে বিস্ফোরক ভেবে ভুল করেন ৷ হুলস্থুল পড়ে যায় চারিদিকে ৷ খবর যায় বম্ব স্কয়াডে ৷ বোমা নিষ্ক্রিয়কারী দলও ছুটে আসে ৷ রীতিমতো মাইক্রোফোনে ঘোষণা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর ৷ এরপরেই তলব করা হয় জনৈক ওই ব্যক্তিকে ৷ শেষ পর্যন্ত তিনি জানান, ওই ‘অদ্ভুত’ বস্তুগুলো বোমা নয়, সেগুলি আসলে নানা ধরণের সেক্স টয় !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

তবে এই ‘সামান্য’ ভুল বোঝাবুঝির কারণে প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয় বিমানবন্দর ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
এয়ারপোর্টে বোমাতঙ্ক, ব্যাগের ভিতর ওগুলো আসলে সেক্স টয় !