এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এদিন তিনি টুইট করেন, ‘‘ সন্ত্রাসে কমিউনিস্ট জমানাকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল ৷ রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি ত্রিলোচন মাহাতোর পরিবারের পাশে বিজেপি ৷ এই ক্ষতিতে বিজেপি শোকাহত ৷ ত্রিলোচনের আত্মত্যাগ বৃথা যাবে না ৷ মতাদর্শে আলাদা, তাই খুন করা হল ত্রিলোচনকে ৷ ’’
advertisement
Location :
First Published :
May 30, 2018 9:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘ সন্ত্রাসে কমিউনিস্ট জমানাকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল ’’, বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে ট্যুইটে আক্রমণ অমিতের