মারকাটারি অ্যাকশন সঙ্গে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা ৷ শোনা যাচ্ছে, প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’ ৷ ট্রেড বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে পরপর তিনদিন ছুটি থাকায় আরও কিছু ব্যবসা করবে এই ছবিটি ৷
একই সঙ্গে টাইগারের ফ্যানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ৷ সেই দিকটাও ফেলতে পারছেন না ফিল্মি সমালোচকরা ৷ ২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাঘি’-র সিকোয়েল এই ‘বাঘি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
advertisement
‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।
Location :
First Published :
March 31, 2018 8:32 PM IST