TRENDING:

মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুক্তির প্রথম দিনেই কামাল দেখিয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি ২’ ৷ এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল ৷ মুক্তির পর উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল ৷ প্রথম দিনের ব্যবসার নিরিখে বহু মাল্টি স্টারার হিন্দি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘বাঘি ২’ ৷ জানা গিয়েছে, মাত্র একদিন এই ছবি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে ৷
advertisement

মারকাটারি অ্যাকশন সঙ্গে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা ৷ শোনা যাচ্ছে, প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’ ৷ ট্রেড বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে পরপর তিনদিন ছুটি থাকায় আরও কিছু ব্যবসা করবে এই ছবিটি ৷

একই সঙ্গে টাইগারের ফ্যানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে ৷ সেই দিকটাও ফেলতে পারছেন না ফিল্মি সমালোচকরা ৷ ২০১৬-য় মুক্তি পাওয়া ছবি ‘বাঘি’-র সিকোয়েল এই ‘বাঘি ২’। টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মু্ক্তির প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল ‘বাঘি ২’