TRENDING:

চিকেন কেনার সময় সাবধান ! মাংসে এই চিহ্ন থাকলে ভুলেও কিনবেন না

Last Updated:

চিকেন কেনার সময় সাবধান ! মাংসে এই চিহ্ন থাকলে ভুলেও কিনবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাঁঠার মাংস 'রেড মিট'! স্বাস্থের জন্য ক্ষতিকারক! দামও বাড়ছে চড়চড়িয়ে ! বাঙালি তাই মুরগিতেই সন্তুষ্ট ছিল! কিন্তু মাঝাখান থেকে ভাগাড় কাণ্ডের জেরে, চিকেন খাওয়ায় শিকেয় উঠেছে! বাঙালি বাধ্য হয়ে মাছে-সবজিতেই মজছেন! কিন্তু মন কী আর মানে! তবে, বিজ্ঞানীরা বলছেন, চিকেন অবশ্যই খেতে পারেন। কিন্তু কিছু বিষয়ে সতর্ক থাকুন! জেনে নিন, কোন ধরনের মাংস খাবেন না--
advertisement

আন্তর্জাতিক ওয়েবসাইট ‘এওএল.কম’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘কমপ্যাশন ইন ওয়ার্ল্ড ফার্মিং’ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, চিকেন ব্রেস্টে যদি ‘হোয়াইট স্ট্রিপিং’ বা সাদা দাগ থাকে, তা হলে সে মাংস ভুলেও খাবেন না। এই দাগ থাকা মানে মুরগিটি এক ধরনের বিশেষ 'মাসল ডিজঅর্ডার’-এ ভুগছিল। কাজেই সেই মুরগির মাংস খাওয়া যথেষ্ট বিপদ্দজনক।

advertisement

কিন্তু কেন এমন দাগ হয়? বৈজ্ঞানিকরা জানিয়েছেন, খুব কম সময়ে বেশি মাংস উৎপাদনের কারণেই এমনটা ঘটছে। ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, যেখানে আগে ৬ পাউন্ড মাংস উৎপাদন করতে লাগত ৭০ দিন , সেখানে এখন লাগে ৪৭ দিন। কাজেই, এখন থেকে বাজার থেকে মুরগি কিনে আনলেই হল না! কেনার আগে একটু সতর্ক হন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন- শুধু দাঁত মাজা নয় ! জেনে নিন টুথপেস্ট আর কী কী কাজে লাগে

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চিকেন কেনার সময় সাবধান ! মাংসে এই চিহ্ন থাকলে ভুলেও কিনবেন না