TRENDING:

Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .

Last Updated:

এমন এক মহান নেতার প্রয়াণে শোকের ছায়ায় অন্ধকার গোটা দেশ, শোকে বিহ্বল মানবতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৯৯৬ লোকসভা নির্বাচনের আগে মুম্বইয়ের শিবাজি পার্কে বিজেপির এক রুদ্ধদার বৈঠকে লালকৃষ্ণ আডবাণী ঘোষণা করেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে নেতৃত্বে থাকবেন অটলজি ৷ এই কথা শুনতে পেয়েই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্চর্য হয়েছিলেন আডবাণীর এই একতরফা সিদ্ধান্তে ৷
advertisement

প্রকৃত ভদ্র স্বভাবের, সুবক্তা, দক্ষ প্রশাসক, পরিমিত কথায় যিনি পারদর্শী, বিরোধীদের শ্রদ্ধার পাত্র ৷ বহুদিন ধরে একাধিক জটিল রোগের শিকার ছিলেন তিনি ৷ কোনও দিনও পরিস্থিতির কাছে না হার মানা বাজপেয়ীজিও গতকাল হার মানলেন মৃত্যু কাছে ৷ বিকেল ৫.০৫ মিনিটে কয়েক দশকের লড়াইয়ের অবসান হয়েছে ৷ দীর্ঘ রোগভোগের পরে দিল্লির এইমসে শে, নিঃশ্বাস ত্যাগ করেছেন সবার প্রিয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনিই প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি জোট সরকারের মেয়াদ পূর্ণ করেছিলেন ৷ তিনি সংসদে বাক সংযোম দেখিয়েছিলেন ৷ হবহু আনকোরাকে রাজনীতির পাঠ পড়িয়েছিলেন ৷ রাডনীতির বাইরের তাঁর ব্যাপ্তি ছিল আসমুদ্র হিমাচল ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সময়ে বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষা করেছিলেন তিনি ৷ তাঁর প্রয়াণে সারা দেশের সঙ্গে সারা পৃথিবী শোকাহত ৷ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শোকবার্তা ৷ এমন এক মহান নেতার প্রয়াণে শোকের ছায়ায় অন্ধকার গোটা দেশ, শোকে বিহ্বল মানবতা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .