TRENDING:

Zodiac Signs: এই রাশির জাতক-জাতিকাদের শত্রুতা জন্মগত, আপনার পক্ষে ক্ষতিকর কে?

Last Updated:

Zodiac signs that are sworn enemies: জানলে অবাক হতে হয়, রাশিচক্রে এমন কিছু রাশি রয়েছে, যারা একে অপরের সঙ্গে একেবারেই যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভালো-মন্দ নিয়েই এক জন মানুষের জীবন। সেখানে বন্ধুত্ব, প্রেম, আত্মীয়তা যেমন থাকবে, ঠিক তেমন ভাবেই থাকবে কারও না কারও সঙ্গে শত্রুতাও। অনেক সময় বন্ধুত্বের মুখোশের আড়ালেও ক্ষতি করতে আসে শত্রুরা। আর প্রতিটা রাশির (Zodiac Sign) নিজস্ব কিছু ধরন ও ব্যক্তিত্ব রয়েছে। তবে জানলে অবাক হতে হয়, রাশিচক্রে এমন কিছু রাশি রয়েছে, যারা একে অপরের সঙ্গে একেবারেই যায় না। ওই সব রাশির জাতকেরা যতই চেষ্টা করুক না কেন, তাদের মধ্যে ঝামেলা হতেই থাকে।
Photo: News18
Photo: News18
advertisement

মকর রাশি (Capricorn) ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ এবং কুম্ভ রাশি (Aquarius) জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮:

মকর রাশি এবং কুম্ভ রাশি একে অপরের সঙ্গে যায় না। এই রাশির জাতক-জাতিকাদের তাই একে অপরের সঙ্গে ঝামেলা লেগেই থাকে। যে কোনও বিষয়ে এদের মধ্যে তর্কাতর্কি হতে পারে। মূলত, পেশাগত জীবন অথবা অর্থ সংক্রান্ত বিষয়ে এদের মতানৈক্য হয়ে থাকে। এই দুই রাশির জাতক-জাতিকা একে অপরের নেতিবাচক স্বভাব অথবা আচরণের বিষয়ে একটু বেশিই ভাবনা-চিন্তা করে থাকে। যার ফলে এদের মধ্যে একটা দূরত্বের পাঁচিল উঠে যায়। আবার অনেক সময় কোনও তৃতীয় ব্যক্তির উস্কানিতেও এই দুই রাশির জাতক-জাতিকা একে অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে।

advertisement

সিংহ রাশি (Leo) জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ এবং কর্কট রাশি (Cancer) জুন ২১ থেকে জুলাই ২২:

কর্কট রাশির জাতক-জাতিকারা খুবই ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে থাকে। শুধু তা-ই নয়, এরা খুবই মিথ্যে কথাও বলে। আর সিংহ রাশির জাতক-জাতিকারা কর্কট রাশির এই স্বভাব একেবারেই মেনে নিতে পারে না। সিংহ রাশির জাতক-জাতিকারা মনে করে যে, কর্কট রাশির মানুষেরা অত্যন্ত অসহনীয়। আবার সিংহ রাশির জাতক-জাতিকারা খুবই জেদি এবং তাদের কোনও কিছুতেই কিছু আসে যায় না। তাই সিংহ রাশির এই আচরণ কর্কট রাশির জাতক-জাতিকাদের একেবারেই না-পসন্দ!

advertisement

কুম্ভ রাশি (Aquarius) জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ এবং মীন রাশি (Pisces) ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

মীন রাশির জাতক-জাতিকাদের অনুভূতি-আবেগের জালে ফাঁসানোর চেষ্টা করে কুম্ভ রাশির জাতক-জাতিকারা। আর মীন রাশির জাতক-জাতিকারা পাতা ফাঁদে পা দিলেও সেটা খুব কম সময়ের জন্য থাকে। তাই মীন রাশির জাতক-জাতিকারা ওই ফাঁদ কেটে বেরিয়ে আসার চেষ্টা করলেই বিপদ বাড়ে। ক্ষেপে ওঠে কুম্ভ রাশির জাতক-জাতিকারা। অন্য দিকে, মীন রাশির জাতক-জাতিকারা অকপট ব্যাপার আশা করে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের থেকে। স্বাভাবিক ভাবেই, সেই ব্যাপারটায় কুম্ভ রাশির জাতক-জাতিকারা ব্যর্থ হয়। ফলে এই দুই রাশির জাতক-জাতিকাদের মধ্যে গোলমাল অবশ্যম্ভাবী!

advertisement

বৃশ্চিক রাশি (Scorpio) অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ এবং ধনু রাশি (Sagittarius) নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

আসলে বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক-জাতিকারা খুব ভালো আলাপচারিতা করতে পারে। ফলে সম্পর্ক তৈরি করতে এই দুই রাশির জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার! তবে পার্থক্য একটাই। সব কিছুর বাস্তব দিক দেখিয়ে সম্পর্ক স্থাপন করবে ধনু রাশির জাতক-জাতিকারা। তবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ঠিক এর উল্টো স্বভাবের। এরা জোরালো সম্পর্ক তৈরি করে কপটতার মাধ্যমে।

advertisement

নিজেদের আসল রূপ না দেখিয়ে নকল রূপ দুনিয়াকে দেখিয়েই সম্পর্ক তৈরি করে থাকে এরা। আর ধনু রাশির জাতক-জাতিকারা একদম মিথ্যাচার, প্রতারণা পছন্দ করে না। আর অন্য দিকে, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ধনু রাশির জাতক-জাতিকাদের এই স্বভাব দেখে হিংসে করে। কারণ তাদের মতে, কেউ কী ভাবে এতটা সততার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারেন, যেটা তারা কখনওই পারে না। যদি এক জন বৃশ্চিক রাশির জাতক-জাতিকা নিজেদের আসল রূপ দুনিয়ার সামনে আনে, তা হলে তাদের কোনও বন্ধুই আর টিকবে না!

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac Signs: এই রাশির জাতক-জাতিকাদের শত্রুতা জন্মগত, আপনার পক্ষে ক্ষতিকর কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল