কেননা সেক্ষেত্রে কুষ্ঠিতে রাহুর অবস্থান দুর্বল হয়ে যায় ৷ বাড়ির যেকোনও জায়গায় দেখতে পাওয়া যায় ৷ বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া গেলে বাস্তুসঙ্কট দেখতে পাওয়া যায় ৷ যদি বিছেকে মেঝেতে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে বাস্তুদোষ আছে ৷
রান্নাঘরে বিছে দেখতে পেলে খারাপ সঙ্কেত ভবিষ্যতে দেখতে পাওয়া যায় ৷ এই সময়ে বিছেকে তুলে অন্যত্র ফেলে দেওয়া উচিৎ ৷ বিছে যদি ঘরের মেন দরজার দেখতে পাওয়া যায়, শৌচালয়ের সিঁড়িতে দেখলে বুঝতে পারা যাবে রাহু দুর্বল হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: Arpita Mukherjee: 'বুঝেছিলাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু', মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক
মাথায় উঠে গেলে ধরে নিতে হবে রাহু দুর্বল হচ্ছে ৷ আগামী দিনে সঙ্কেত দেয় বড় রকমের রোগভোগ হচ্ছে ৷ তবে সব ক্ষেত্রেই বিছে খারাপ সঙ্কেত দেয় তাই নয় বিছে ভাল বার্তাও বহন করে ৷ ঠাকুর ঘরে বিচে দেখতে পেলে বুঝতে পারা যাবে সেটি অত্যন্ত ভাল সঙ্কেত ৷
আরও পড়ুন: Money Mantra: ৩০ জুলাই হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!
আরও পড়ুন: Panchang: পঞ্জিকা ৩০ জুলাই: আজ কোন সময় কাজ শুরু করা আপনার জন্য শুভ হবে জেনে নিন
তবে বিছে দেখার পরে হঠাৎ অদৃশ্য হয়ে যায় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বা কাজ সম্পন্ন হবে ৷ বাস্তুশাস্ত্র মতে ঘরে বিছে দেখতে পাওয়া অর্থ কোনও বড়সড় বিপদ থেকে মুক্তি পাওয়া গেল ৷