সংখ্যা ১-এর (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে) সঙ্গে সংখ্যা ৬-এর (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে) জাতক-জাতিকার প্রেম সম্পর্ক কেমন হতে পারে, দেখে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব কী বলে—
এই দুই সংখ্যাই পরস্পর বিপরীতমুখী। আর মজার বিষয় হল, এই দুই সংখ্যাকে একসঙ্গে রাখা হলে তা সুস্থ সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিচায়ক হয়। তবে প্রেমের আদর্শ বা ধরন বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে। তাই মানসিক বিভ্রান্তি তৈরি হতে পারে। সংখ্যা ১-এর জাতক-জাতিকারা সাধারণত কেরিয়ার নিয়ে ভাবেন এবং স্বাধীনচেতা প্রকৃতির হয়ে থাকেন। অন্য দিকে সংখ্যা ৬-এর জাতক-জাতিকারা সাধারণত কেয়ারিং, দায়িত্বশীল প্রকৃতির হন।
advertisement
ফলে এই দুই সংখ্যার জাতক-জাতিকা একসঙ্গে থাকলে তাঁদের জীবনে আসে সমৃদ্ধি। এক্ষেত্রে অবশ্য একটা বিষয়ে মনে রাখতে হবে। আর সেটা হল, প্রয়োজন হলে সঙ্গীকে সঠিক সম্মান এবং কৃতিত্ব প্রদান করা। এমনকী এই দুই সংখ্যা ব্যবসায়িক অংশীদারদের জন্যও খুবই ভাল।
আরও পড়ুন: ওরাকল স্পিকস ১৮ জুন; কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে, কী করলে রেহাই পাবেন? জানুন আজকের ভাগ্য
তবে কিছু কিছু সময় এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে ক্ষমতার লড়াই দেখা যায়। সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের যত্নশীল থাকতে হবে আর অন্য দিকে সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের স্বাধীনচেতা হতে হবে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠে যদি নিজেদের বুঝতে এঁরা সক্ষম হয়, তাহলে এঁদের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হবে। চলতি বছরটা এই দুই সংখ্যার জাতক-জাতিকাদের সম্পর্ক ভালই থাকবে।
কী করণীয়?
সংখ্যা ১-এর জাতক-জাতিকাদের সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের কাঁধে থাকা দায়িত্ব ভাগ করে নিতে হবে।
অনুগ্রহ করে ভগবান সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন।
অনুগ্রহ করে বিবাহিত দম্পতিরা শোওয়ার ঘরে গোল্ড প্লেটেড গৃহসজ্জা সামগ্রী রাখুন।
অনুগ্রহ করে সপ্তাহে অন্তত এক বার পিচ রঙের জামাকাপড় পরুন।
অনুগ্রহ করে প্রতি শুক্রবার করে ভগবান শ্রীকৃষ্ণ-দেবী রাধা এবং ভগবান
নারায়ণ-দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে মিছড়ি নিবেদন করুন।
অনুগ্রহ করে আমিষ খাবার, মদ্যপান, তামাকজাত ও চর্মজাত দ্রব্য এড়িয়ে চলুন।