বাড়ির ঘর যখন পরিষ্কার করেন তখন জলে মেশান এক চিমটে সৈন্ধব লবণ৷ বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় এতে নেগেটিভ এনার্জি দূর হয়৷ বাড়ির মূল প্রবেশদ্বারে লাগান অশ্বক্ষুর৷ এতে পজিটিভিটি আসে৷ তবে কখনও এটিকে উল্টো করে লাগাবেন না৷ তাহলে ক্ষতি হয়৷ নেগেটিভ এনার্জিকে আবাহন করে৷ বাড়ির নানা অংশে কর্পূরের ধোঁয়া পৌঁছে দিলে বাস্তু দোষ দূর হয়েছে বলেই বিশ্বাস৷ বাড়ির বিভিন্ন অংশে রাখুন কর্পূর৷ ভাঙা আয়না, পাত্র এবং ঘড়ি কোনওমতেই বাড়িতে রাখবেন না৷ কারণ বিশ্বাস করা হয় এই উপাদানগুলি দুর্ভাগ্য ডেকে আনে৷
advertisement
বাড়ির ডাইনিং রুমে বা উত্তর বা পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম৷ মনে করা হয় এতে পরিবার ও সংসারের শুভ হয়৷ বাড়িতে অন্ধকার কোণ রাখবেন না৷ প্রবেশদ্বারে উপযুক্ত আলোর ব্যবস্থা রাখুন৷ বাস্তু মতে বিশ্বাস করা হয় এতে সংসারে পজিটিভ বার্তা প্রবাহিত হয়৷